Haldia Dock: হলদিয়া ডকের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে জয়, সাফ বিজেপি

যে হলদিয়াকে তিনি বলতেন নিজের কর্মভূমি, সেই হলদিয়াই তাঁকে ত্যাজ্য করল।

Must read

যে হলদিয়াকে তিনি বলতেন নিজের কর্মভূমি, সেই হলদিয়াই তাঁকে ত্যাজ্য করল। হলদিয়া বন্দরের নির্বাচনে এবার বাজে ভাবে হারতে হল শুভেন্দু অধিকারীকে। তাও আবার ১৮-১ ব্যবধানে। সাফ বিজেপি।

আরও পড়ুন-Kunal Ghosh Art Exhibition: শিক্ষাগুরু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রদর্শনীর উদ্বোধন শিষ্য কুণাল ঘোষের হাতে

বিজেপির নামে সরাসরি প্রতিদ্বন্দিতা করেনি কেউ। নন্দীগ্রামে স্লোগান ওঠা বাংলার মীর্জাফরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পিছনের দরজা দিয়ে আইএনটিটিইউসির নাম করে প্রার্থী দিলেও কেউই জিততে পারেনি। ১৯ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি পেয়েছ ১৮টি এবং বামেরা পেয়েছে ১টি আসন। বিজেপি শূন্য। তার মানে এটাই হল শুভেন্দুর ভাঁড়ারও শূন্য।

আরও পড়ুন-Luizinho Faleiro: লুইজিনহ ফালেরিওকে বাংলা থেকে রাজ্যসভায় মনোনয়ন তৃণমূল কংগ্রেসের

কিন্তু এই নির্বাচনে জেতার লক্ষ্যে মিথ্যাচারের আশ্রয় নিতে সামান্য কুণ্ঠাবোধ করেন নি বাংলার মানুষের কাছে ঘৃণ্য ওই বিজেপি নেতা। অন্য নামে তাঁর প্যানেলের প্রার্থীদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পরিচয় দিয়ে জেতাতে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। এই মিথ্যাচারের রাজনীতির খবর পাওয়া মাত্রই আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হাল ধরেন। তিনি হলদিয়ায় গিয়ে প্রচার করেন দলের প্যানেলের প্রার্থী কারা। মাটি আঁকড়ে পড়ে থেকে এই জয় ছিনিয়ে এনেছেন ঋতব্রত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রচার করত গোটা পূর্ব মেদিনীপুরই নাকি তাঁদের।

আরও পড়ুন-Tripura Corporation Election: ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে ডিজিকে চিঠি সুদীপ রায় বর্মনের

হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন কমিটির নির্বাচনে আইএনটিটিইউসি সমর্থিত দেবু মাইতির প্যানেল ১৮ টির মধ্যে ১৮ টি আসনেই জয়লাভ করেছে। টান টান উত্তেজনার মধ্যে ইনস্টিটিউটের নির্বাচনের ভোট গ্রহণ হয়। তাতে মোট ৯৫৩ জনের মধ্যে ৮৯১ জন ভোট দেন। ভোট পড়ে ৯৩.৪৯ শতাংশ। বন্দরের বিবি ঘোষ অডিটোরিয়ামে গণনা শুরু হয় কড়া পুলিশি পাহারার মধ্যে।

Latest article