প্রতিবেদন: আবার কি কোভিড-১৯ এর কালো ছায়ায় ঢেকে যাবে গোটা বিশ্ব? সিঙ্গাপুর সরকার কোভিড-১৯ সংক্রমণের নতুন বৃদ্ধিতে উদ্বিগ্ন। কারণ ১১ মে শেষ হওয়া সপ্তাহে আনুমানিক সাপ্তাহিক করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং দেশবাসীকে আবার মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সরকার নতুন তরঙ্গের গতিপথ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মন্ত্রকের তথ্য অনুসারে, কোভিড-১৯ আক্রান্তের আনুমানিক সংখ্যা আগের সপ্তাহে ১৩,৭০০ থেকে প্রায় দ্বিগুণ হয়ে ৫ থেকে ১১ মে সপ্তাহে ২৫,৯০০-এ দাঁড়িয়েছে।
আরও পড়ুন-অবশেষে ঢুকল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, জানাল মৌসম ভবন
গড়ে দৈনিক কোভিড সংক্রমণে হাসপাতালে ভর্তির সংখ্যা ১৮১ থেকে প্রায় ২৫০ হয়েছে। হাসপাতালের শয্যার ক্ষমতা সংরক্ষণের জন্য পাবলিক হাসপাতালগুলিকে জরুরি নয় এমন সার্জারি কমাতে এবং প্রয়োজনে অন্য রোগীদের স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং বলেছেন, আমরা কোভিড তরঙ্গের শুরুর অংশে আছি যেখানে এটি ক্রমাগত বাড়ছে। তিনি বলেছেন, আগামী দুই থেকে চার সপ্তাহের মধ্যে তরঙ্গটি শীর্ষে উঠবে, যার অর্থ জুনের মাঝামাঝি এবং শেষের মধ্যে সংক্রমণ ব্যাপক বাড়ার আশঙ্কা। সামাজিক বিধিনিষেধের বিষয়ে কথা বলতে গিয়ে ওং বলেন, এখন পর্যন্ত কোনও ধরনের সামাজিক বিধিনিষেধের পরিকল্পনা নেই, কারণ সিঙ্গাপুরে কোভিড-১৯ একটি স্থানীয় রোগ হিসেবে ধরা হয়। অতিরিক্ত ব্যবস্থা আরোপ করা একটি শেষ উপায় হবে। অন্যদিকে, শুধু সিঙ্গাপুরই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে কোভিড সংক্রমণের গতি সীমিত করার ব্যবস্থা ফিরিয়ে আনা হচ্ছে, যার মধ্যে রয়েছে বিমানবন্দরে তাপমাত্রা স্ক্যানার ইনস্টল করা এবং আবার মাস্ক পরতে উৎসাহিত করা।