প্রতিবেদন : ভোটের ময়দানে বিজ্ঞাপনী ভাঁওতাবাজিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই যে সবচেয়ে বড় খেলুড়ে, সেটা আবারও প্রমাণ হয়ে গেল বিজেপির রঙচঙে বিজ্ঞাপনে। সংবাদপত্রের অর্ধেক পৃষ্ঠা জুড়ে দেওয়া আবাস যোজনার বিজ্ঞাপন (Fake Advertisement) দিয়ে অপপ্রচার করছে বিজেপি। সেই বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর মডেলমার্কা ছবির সঙ্গে রয়েছে এক প্রৌঢ়ার ছবি। বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রীর আবাস যোজনার সুবিধা পেয়ে মাথার উপরে ছাদ পেয়েছেন ওই মহিলা। শুধু তাই নয়, ওই প্রৌঢ়ার মতো আরও ২৪ লক্ষ মানুষও নাকি প্রধানমন্ত্রী আবাস যোজনায় মাথার উপর ছাদ পেয়ে আত্মনির্ভর হয়ে উঠেছে। কিন্তু আদতে গল্পটা একেবারেই আলাদা। সেই গল্পই ফাঁস করল একটি বেসরকারি সংবাদমাধ্যম। তারা খুঁজে বের করেছে প্রধানমন্ত্রীর সেই ভুয়ো বিজ্ঞাপনের প্রৌঢ়াকে। আর সেই প্রৌঢ়া লক্ষ্মীদেবীকে খুঁজে পেতেই ফাঁস হয়ে গেল ভোট-রাজনীতিতে বিজেপির বিজ্ঞাপনী (Fake Advertisement) মিথ্যাচার। আবাস যোজনার সুবিধা পাওয়া তো দূর-অস্ত্, আবাস যোজনার নাম পর্যন্ত শোনেননি ওই প্রৌঢ়া। থাকেন মাসে ৫০০ টাকার ভাড়া বাড়িতে। এমনকী কখন যে বিজেপির ভণ্ড বিজ্ঞাপন নির্মাতারা তাঁর ছবি তুলেছেন, তাও জানেন না তিনি। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে লক্ষ্মীদেবী জানালেন, ফেব্রুয়ারিতে কলকাতার বাবুঘাটে আমি ১০ দিন কাজ করেছিলাম। সেই সময়ই হয়ত আমার অজান্তেই আমার ছবি তোলা হয়েছে। একদিন সকালে সবাই খবরের কাগজ এনে দেখাল সেখানে আমার ছবি বেরিয়েছে। তিনি আরও জানালেন, আবাস যোজনার কোনও সুবিধা পাইনি আমি। দীর্ঘ ৫০ বছর ধরে আমি এই ভাড়া বাড়িতেই থাকি। বিজ্ঞাপনে দাবি করা সমস্ত কথা ১০০ শতাংশ মিথ্যা।
আরও পড়ুন-আরএসি বিধায়কের পদ যাওয়া সময়ের অপেক্ষা, একুশের জবাব দিন ২৫ তারিখ