সংবাদদাতা, সন্দেশখালি : একের পর এক ভাইরাল ভিডিও ক্লিপে ফাঁস হয়ে গিয়েছে সন্দেশখালির চক্রান্ত। মুখোশ খুলে গিয়েছে গদ্দারদের। কীভাবে পরিকল্পনা করে মহিলাদের দিয়ে ভুয়ো অভিযোগ দায়ের করা হয়েছিল তাও সামনে চলে এসেছে। এবার ফের সামনে এল সন্দেশখালি নিয়ে এক অডিও ক্লিপ। ভাইরাল অডিওতে আরও পরিষ্কার সন্দেশখালি নিয়ে বিজেপির পরিকল্পিত নাটক। ফোনের কথোপকথনে তাদের নাম-পরিচয় যেমন উঠে এসেছে তেমনই পর্দাফাঁস হয়েছে নারীনিগ্রহ-সহ একাধিক পরিকল্পনার। এমনকী সন্দেশখালির ঘটনার রেশ জিইয়ে রাখতে খুনের নির্দেশও দেওয়া হয়েছিল বলেই ওই অডিওর কথোপকথনে শোনা গিয়েছে।
আরও পড়ুন-একদিকে আমি, অন্যদিকে আপনি, কে ঠিক, কে ভুল প্রমাণ হয়ে যাবে, মোদিজিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন নেত্রী
এই প্রসঙ্গে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, অডিওতে শুভঙ্কর, সুজয় মাস্টার ও মাম্পি— এই তিনজনের কথোপকথন শোনা গিয়েছে। তারা বলছে, নির্দেশ ছিল দরকারে খুনও করতে হবে। সন্দেশখালির রাজনৈতিক মাটি দখলের জন্য বিজেপি কতটা নিচ ও ঘৃণ্য ষড়যন্ত্র করতে পারে এই অডিও ক্লিপ তা প্রমাণ করে দিয়েছে। এমনকী সন্দেশখালির বিজেপি নেত্রী ও বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের মুখে যে দাগ ছিল সেটাও পরিকল্পনা করে তৈরি করা হয়েছিল বলেও অডিও ক্লিপে উঠে এসেছে। বিধায়ক আরও বলেন, তৃণমূলের শক্ত ঘাঁটি সন্দেশখালিতে তৃণমূলকে হারাতে খুনের মতো জঘন্য ষড়যন্ত্র করেছিল বিজেপি। শুধু তাই নয়, এর আগে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল ভাইরাল ভিডিওতে যা যা বলেছিলেন সেগুলিও যে সত্যি ছিল তা এই অডিও বার্তায় পরিষ্কার হয়ে গিয়েছে। সন্দেশখালিতে যে, কোনও ধর্ষণ বা নারীনিগ্রহ হয়নি, সেটা একটা সাজানো পরিকল্পনা ছিল— তৃণমূল নেতাদের সেই দাবিতেই মান্যতা দিল এই অডিও।