প্রতিবেদন: ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা। এবার খোদ অফিসের ভিতরেই সহকর্মীদের উপর বদলা নিতে এলোপাথাড়ি গুলি ছুঁড়লেন এক যুবক। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন। আহত হয়েছেন তিনজন। পেনসিলভানিয়ার চেস্টারের এক অফিসে এই রক্তারক্তি কাণ্ড ঘটে বুধবার। বন্দুক নিয়ে অফিসে ঢুকে পড়েন সেখানকারই এক প্রাক্তন কর্মী। কিছু বোঝার সুযোগ না দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অফিসে সহকর্মীদের উপর রাগ ও চাকরি চলে যাওয়ার হতাশায় বন্দুক নিয়ে তাণ্ডব চালিয়েছেন। বন্দুকবাজের হামলার খবর পাওয়ামাত্রই দ্রুত সেখানে পৌঁছে যান চেস্টারের পুলিশ কর্মীরা। জানিয়েছেন পুলিশ কমিশনার স্টিভেন গ্রেটস্কি।
আরও পড়ুন-কেজরির বাবা-মাকে হেনস্থার চেষ্টা, প্রতিরোধে পিছু হটল দিল্লি পুলিশ
আমেরিকায় দিনেদুপুরে যত্রতত্র বন্দুকবাজের আক্রমণের ঘটনা নতুন নয়। বন্দুকের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি না থাকার সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরা। স্কুল-কলেজ, অডিটোরিয়াম থেকে শুরু করে এবার অফিসেও বন্দুক নিয়ে আক্রমণের ঘটনা। চেস্টারের মেয়র স্টেফান রুটস এই ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করে জানান, যত দিন যাচ্ছে ততই আমেরিকার মানুষজন অসহিষ্ণু হয়ে উঠছেন। প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের ধৈর্য হারিয়ে বন্দুক ব্যবহার করে প্রতিবাদ জানানোর যে বিপজ্জনক প্রবণতা দেখা যাচ্ছে তা উদ্বেগের। সাধারণ মানুষের কাছে বন্দুক থাকার বিষয়টি নিয়ে প্রশাসনের আরও ভাবনাচিন্তা করার দরকার। সে প্রসঙ্গে মেয়র বলেন, তাঁরা কখনওই সাধারণ মানুষের হাতে বন্দুক তুলে দেন না। তবে কর্মক্ষেত্রে ব্যক্তিগত রেষারেষি থেকে এধরনের ঘটনা খুবই উদ্বেগজনক।