প্রতিবেদন : মণিপুরে (Manipur) সেনা কনভয়ের উপর যৌথভাবে হামলা হয়েছে। আর সেই হামলার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন মণিপুর পিপলস লিবারেশন আর্মি (Manipur Peoples Liberation Army)। যৌথভাবে হামলা চালিয়েছে মণিপুর নাগা পিপলস ফ্রন্ট (Manipur Naga Peoples Front)। তবে কনভয়ে অফিসারের পরিবার থাকবে, তা তারা জানত না বলে দাবি জঙ্গি সংগঠনগুলোর। জানা গিয়েছে, শুক্রবার মণিপুর লাগয়া বেহাঙ্গ ফরোয়ার্ড পোস্টে গিয়েছিলেন কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী (Biplab Tripathi)। প্রথমে সেনা কনভয়ের গতিবিধি ট্র্যাক করে জঙ্গিরা। সেই অনুযায়ী গাড়ির সামনে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এরপর কনভয়ের সামনের গাড়িতে আচমকা হামলা চালায় জঙ্গিরা। সেই গাড়িতে ছিলেন কিউআরটি টিমের জওয়ানরা। গাড়িতে থাকা জওয়ানরা ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন-TMC in Tripura: রাতভর ধরনায় জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস
জঙ্গিদের সঙ্গে জওয়ানদের প্রাণপণ লড়াই করতে দেখে গাড়ি থেকে নেমে আসেন কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী। তিনিও জঙ্গিদের নিশানা করে গুলি ছোড়েন। কিন্তু শেষরক্ষা হয়নি। জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেনা আধিকারিকের স্ত্রী এবং ছেলের। তবে শেষ রক্তবিন্দু দিয়ে জঙ্গিদের নিকেশ করার চেষ্টা করেন তিনি। শনিবারের এই মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী-সহ আরও অনেকে। কর্নেল ত্রিপাঠী-সহ আরও ৮ সেনার মৃত্যুতে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)।