পঞ্চায়েত ভোটে ঝাঁপিয়ে পড়ার আহ্বান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া জনমুখী প্রকল্পগুলি মানুষ ঠিকঠাক পাচ্ছেন কি না তা দেখতে হবে।

Must read

সংবাদদাতা, হাও়যা : ‘‘পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে কোনও খামতি রাখা চলবে না। এখন থেকেই পঞ্চায়েত ভোটের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া জনমুখী প্রকল্পগুলি মানুষ ঠিকঠাক পাচ্ছেন কি না তা দেখতে হবে। সেই সঙ্গে সংগঠনকেও আরও মজবুত করতে হবে।’’ রবিবার উত্তর উলুবেড়িয়া কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বুথভিত্তিক কর্মী-সম্মেলনে একথা বলেন জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়।

আরও পড়ুন-বিনিয়োগ ১৩০০ কোটি, কর্মসংস্থান বহু

সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা (গ্রামীণ) তৃণমূলের সভাপতি ও বিধায়ক রাজা সেন, বিধায়ক ডাঃ নির্মল মাজি, সুকান্ত পাল, হাওড়া জেলা (গ্রামীণ) যুব তৃণমূলের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য-সহ আরও অনেকে। সম্মেলনে কর্মীদের ভিড় উপচে পড়েছিল। মন্ত্রী পুলক রায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘‘এখন থেকেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিতে হবে। বুথভিত্তিক সাংগঠনিক প্রক্রিয়া চলবে। পাশাপাশি মানুষের কাছে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা আরও বেশি করে বলতে হবে। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা-সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের বকেয়া পাওনা কীভাবে কেন্দ্র আটকে রেখেছে তা-ও সবিস্তারে মানুষকে বলতে হবে। এ-ছাড়াও রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির সুবিধা মানুষ যথাযথ পাচ্ছে কি না তাও দলীয় কর্মীদের নজর রাখতে হবে।’’

আরও পড়ুন-এপ্রিলেই গঙ্গার তলা দিয়ে শুরু মেট্রোর ট্রায়াল রান

জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায় আরও বলেন, ‘‘এই কাজে দলের যুব সংগঠনকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। এরই সঙ্গে প্রতিটি বুথস্তরে কমিটি তৈরি করে পঞ্চায়েত ভোটের সাংগঠনিক প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিতে হবে।’’ হাওড়া গ্রামীণে প্রতিটি বিধানসভা কেন্দ্রের সম্মেলনের শেষে জেলা যুব তৃণমূলের কর্মী-সম্মেলনের আয়োজন করা হবে। বিধায়ক ডাঃ নির্মল মাজি বলেন, ‘‘আমরা সারা বছর মানুষের পাশে থাকি। বিরোধীরা ভোটের সময় আসে। ভোট ফুরোলেই পালিয়ে যায়। তাই এবার পঞ্চায়েত ভোটে বিরোধীরা ভোট চাইতে এলে মানুষই ওদের উপযুক্ত জবাব দিয়ে দেবে।’’

Latest article