কিছুদিন আগেই বাংলার দুর্গাপুজোকে হেরিটেজের তকমা দিয়েছে ইউনেসকো। তৃণমূলের সাংগঠিক বৈঠকের মঞ্চেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে থেকেই শোভাযাত্রার দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ১ সেপ্টেম্বর দুপুর ১টায় শ্যামবাজার থেকে শোভাযাত্রা হতে চলেছে।
আরও পড়ুন-এবার থেকে সীমান্তর সীমান্তে ট্রাক টার্মিনাসের দায়িত্ব নেবে পরিবহন দফতর
ইউনেসকো দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় তাদের ধন্যবাদ জানিয়ে পথে নামবে কলকাতা। কেউ উলুধ্বনি, কেউ দোয়া করে শোভাযাত্রাকে সমর্থন জানাবেন। রেড রোডে (Red Road) পুজো কার্নিভাল হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ১ সেপ্টেম্বর সব জেলায় উদযাপন হবে। সমস্ত ক্লাবের সদস্যদের উপস্থিত থাকতে হবে বলে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-তাড়া খেয়ে নদীতে ভেসে গিয়েছিল ৩৮ চিনা সেনা ! দাবি অজি সংবাদপত্রের
মুখ্যমন্ত্রী বলেন, বাংলার দুর্গাপুজো ইউনেসকোর (Unesco) হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। এই হেরিটেজ স্বীকৃতি বাংলার এবং বাঙালির গর্ব। বর্ণাঢ্য মিছিলে লক্ষ্মীর ভাণ্ডারে যে মা-বোনেরা টাকা পেয়েছেন, তাঁরা ওই শঙ্খ বাজাবেন, উলুধ্বনি দেবেন। আবার সংখ্যালঘু মহিলারা তাঁদের মতো করে দোয়া করবেন।