১৫ ফেব্রুয়ারি থেকে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর

করোনা পরিস্থিতির(covid situation) জেরে পূর্বনির্ধারিত দুয়ারে সরকার ক্যাম্পের ওপর স্থগিতাদেশ জারি করেছিল রাজ্য সরকার(state government)।

Must read

করোনা পরিস্থিতির(covid situation) জেরে পূর্বনির্ধারিত দুয়ারে সরকার ক্যাম্পের ওপর স্থগিতাদেশ জারি করেছিল রাজ্য সরকার(state government)। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বলেন আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প(duare sarkar)। বাড়ির পাশে এই ক্যাম্পে গিয়ে সকলে ২৪টি সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন। ‘দুয়ারে সরকার’ চলবে ১৫ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন-দুর্গাপুজোর ইউনেসকোর হেরিটেজ তকমার উদযাপনে এবার বর্ণাঢ্য শোভাযাত্রা, জানালেন মুখ্যমন্ত্রী

এদিন প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুয়ারের সরকার প্রকল্পের রাজ্যের প্রচুর মানুষ সুবিধা পেয়েছেন। মানুষ যাতে এই প্রকল্পের সুবিধা পায় তার জন্য দুয়ারে সরকার প্রকল্পের সঙ্গে এবার যুক্ত হচ্ছে আরও ৬টি দফতর। আগে ছিল ১৮টি দফতর। সবমিলিয়ে এ বার থেকে ২৪টি দফতরের কাজের সুবিধা পাওয়া যাবে দুয়ারের সরকারের শিবির থেকেই। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, মৎস্যজীবী, শিল্পী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের জন্য নির্দিষ্ট ক্রেডিট কার্ডও মিলবে এই ক্যাম্প থেকে। যেখানে যেটুকু পরিষেবা দেওয়া বাকি আছে, এবারের ক্যাম্প থেকে তা সম্পূর্ণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-এবার থেকে সীমান্তর সীমান্তে ট্রাক টার্মিনাসের দায়িত্ব নেবে পরিবহন দফতর

এ পাশাপাশি তিনি প্রশাসনিক বৈঠক থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ব্যাঙ্কগুলির অসহযোগিতা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। ব্যাঙ্কগুলিকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, কোনও ব্যাঙ্ক ঋণ না দিলে, সমবায় ব্যাঙ্ক ঋণ দেবে। যে সমবায় ব্যাঙ্ক ঋণ দিচ্ছে না, তার কাছে জবাব চাওয়া হোক। ব্যাঙ্ক যে দয়া করছে না, সেটা বুঝিয়ে দিতে হবে। সরকার গ্যারান্টি দিচ্ছে, পড়ুয়াদের ঋণ দিতেই হবে। একইসঙ্গে আধিকারিকদের নির্দেশ দেন যত দ্রুত সম্ভব ব্যাংকের আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক করে সমস্যা সমাধানের জন্য।

Latest article