প্রতিটি পুরসভায় চেয়ারম্যানের নেতৃত্বে ৪ জনের কমিটি, সহজ হবে বাড়ির নকশা অনুমোদন

রাজ্যের পুরসভা এলাকাগুলিতে বাড়ি তৈরির নকশা অনুমোদনের কাজ সহজতর করতে রাজ্য সরকার বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

Must read

প্রতিবেদন : রাজ্যের পুরসভা এলাকাগুলিতে বাড়ি তৈরির নকশা অনুমোদনের কাজ সহজতর করতে রাজ্য সরকার বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এত দিন পর্যন্ত পুর এলাকায় বাড়ির নকশা অনুমোদন করত বোর্ড অফ কাউন্সিলর। এবার থেকে সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বাধীন একটি কমিটি এই কাজ করবে বলে পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে। এছাড়াও ভাইস চেয়ারম্যান, বোর্ড অফ কাউন্সিলর্সের মনোনীত একজন কাউন্সিলর, একজন ফিনান্স অফিসার এবং একজন ইঞ্জিনিয়ারকে কমিটিতে রাখা হয়েছে। কলকাতা পুর এলাকায় আগে থেকেই বিল্ডিং প্ল্যান অনুমোদনের জন্য আলাদা কমিটি রয়েছে। যদিও অন্যান্য পুরসভাগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিত বোর্ড অফ কাউন্সিলর্স। নতুন নিয়ম অনুযায়ী, পুরসভার কাছ থেকে কেউ বিল্ডিং প্ল্যানের অনুমোদন পেলে তিন বছর পর্যন্ত তার মেয়াদ থাকবে। সেই মেয়াদ শেষ হওয়ার পর আরও দু’বছরের জন্য তা নবীকরণ করানো যাবে। সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল বিল্ডিং প্ল্যান অনুমোদনের ফি নির্ধারণ করবে। বিল্ডিং কমিটি যে সময়সীমা বেঁধে দেবে, তার মধ্যেই বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে।

আরও পড়ুন-সন্দেশখালি ১৩০ জন ফেরত পেলেন জমি

মিউনিসিপ্যালিটিতে বোর্ড অফ কাউন্সিলর্সের মিটিং কতদিন অন্তর হবে, তার কোনও নিয়ম নেই। সবটাই নির্ভর করে চেয়ারম্যানের উপর। চেয়্যারম্যানরা ব্যস্ত হয়ে পড়লে সেই মিটিং পিছিয়ে যায়। ফলে অনেক সময়েই বিল্ডিং প্ল্যান অনুমোদনের কাজ আটকে যায়। কোনও কারণে মিউনিসিপ্যালিটিতে বোর্ড গঠন সম্ভব না হলে বোর্ড অফ কাউন্সিলর্সের অস্তিত্ব থাকে না। তখন বিল্ডিং প্ল্যান অনুমোদনের প্রক্রিয়াটাই থমকে যায়। এই কারণেই আইন সংশোধন করে বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষমতা কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে। এর ফলে শহরতলি এলাকায় বাড়ির নকশা অনুমোদন করাতে কাঠখড় পোড়াতে হবে না।

Latest article