করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে মধ্যপ্রাচ্যে, জানাল হু

Must read

এই মুহূর্তে গোটা বিশ্ব যখন করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় প্রহর গুনছে তখন চতুর্থ ঢেউ আছড়ে পড়ল মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার চতুর্থ ঢেউ চলছে মধ্যপ্রাচ্যে। ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে সেখানে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে।

আরও পড়ুন-বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা মিজোরাম পুলিশের!

মধ্যপ্রাচ্যের ২২টি দেশের মধ্যে ১৫ টি দেশেই সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটেই এই পরিস্থিতি। মরক্কো থেকে শুরু করে পাকিস্তানের মতো দেশগুলিতেও ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ ক্রমশ বাড়ছে। হু উদ্বেগ প্রকাশ করে বলেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলিতে টিকাকরণ যথেষ্ট ধীরগতিতে চলছে। পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর আহমেদ আল-মাক্কারি বলেছেন, জুলাইয়ের শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মাত্র ৪.১ কোটি অর্থাৎ মোট জনসংখ্যার মাত্র ৫.৫ শতাংশ টিকার দুটি ডোজ পেয়েছেন। অথচ মধ্যপ্রাচ্যে সংক্রমণের হার ৫৫ শতাংশ এবং মৃত্যুহার গত জুন মাসের তুলনায় আরও ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন-করোনা টিকা নিয়ে সাংসদ প্রসূনের প্রশ্নের জবাবে যা জানালেন মন্ত্রী

প্রতি সপ্তাহেই এখানে তিন লক্ষ দশ হাজারেরও বেশি মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন। মৃত্যু হচ্ছে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষের। স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের হাসপাতালগুলিতে আইসিইউ বেড এবং অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার মুখে। তিউনিসিয়ার মতো উত্তর আফ্রিকার দেশে করোনায় এখনও পর্যন্ত সর্বাধিক মানুষের মৃত্যু হয়েছে। ভাইরোজিক্যাল নামে একটি জার্নালের এক গবেষণাপত্রে বলা হয়েছে, ২০২০ সালে সংক্রমণ যখন শুরু হয়েছিল সে সময় একজন আক্রান্তের দেহে যে পরিমাণ ভাইরাস ছিল বর্তমানে তা এক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। এক বছরের মধ্যে ভাইরাসের এই অস্বাভাবিক পরিবর্তনের ফলেই সংক্রমণের এই আগ্রাসন দেখা যাচ্ছে।

Latest article