বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা মিজোরাম পুলিশের!

Must read

কার্যত যেন যুদ্ধ পরিস্থিতি। সীমান্ত বিবাদ ঘিরে অগ্নিগর্ভ ভারতের দুই অঙ্গরাজ্য অসম ও মিজোরাম সীমান্ত। সম্প্রতি এই দুই রাজ্যের সীমান্তে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৬ পুলিশকর্মীর। চাঞ্চল্যকর এই পরিস্থিতির মাঝেই এবার বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে খুনের চেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করল মিজোরাম পুলিশ। হিমন্ত ছাড়াও অসমের চার শীর্ষ পুলিশ আধিকারিক, দু’জন আমলা এবং ২০০ জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনায় এটা স্পষ্ট যে কেন্দ্র যতই দুই রাজ্যকে শান্তি বজায় রাখার আবেদন করুক। পরিস্থিতি এত সহজে স্বাভাবিক হওয়ার নয়।

আরও পড়ুন-অসম নাগাল্যান্ডের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর, সীমানা থেকে সেনা সরাচ্ছে দুই রাজ্যই

গত ২৬ জুলাইয়ের ঘটনার প্রেক্ষিতে মিজোরাম পুলিশের তরফে যে এফআইআর করা হয়েছে সেখানে বলা হয়েছে অসমের আইজিপির নেতৃত্বে ২০০ জনের একটি সশস্ত্র দল জোর করে মিজোরামের পুলিশ ক্যাম্প দখলের চেষ্টা করে। তবে মিজোরাম পুলিশ সংখ্যায় কম থাকায় তাদের সঙ্গে এঁটে উঠতে পারেনি। ঘটনার খবর পেয়ে কোলাশিবের পুলিশ সুপার তাঁর দলবল নিয়ে ওই এলাকায় যান। এবং বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু অসম পুলিশ জানিয়ে দেয় ওই এলাকা তাদের এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে ওখানে পুলিশ ক্যাম্প করবেন তারা। অভিযোগে বলা হয়েছে, মিজোরাম পুলিশ ক্যাম্প দখল করে বেআইনিভাবে ওখানে পুলিশ ক্যাম্প গড়ার প্রস্তুতি নিয়েছিল অসম।

আরও পড়ুন-করোনা টিকা নিয়ে সাংসদ প্রসূনের প্রশ্নের জবাবে যা জানালেন মন্ত্রী

Latest article