প্রতিবেদন: রবিবার ২০ নভেম্বর ছিল আন্তর্জাতিক শিশু অধিকার দিবস (International Children’s Rights Day)। এই উপলক্ষে এদিন সকালে সল্টলেকের এফডি পার্কে এই দিনটি উদযাপন করা হল। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতর। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়, কমিশনের সদস্য অনন্যা চক্রবর্তী-সহ অন্যান্য বিশিষ্টরা। গত ১৪ নভেম্বর থেকে সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান পালন করা হয়। এদিন বিভিন্ন সাহসী কাজের জন্য কয়েকজন শিশুকে পুরস্কৃত করা হয়। সেই সঙ্গে শিশুদের অধিকার (International Children’s Rights Day) রক্ষায় ভাল কাজের জন্য কয়েকজন পুলিশকর্মী ও সাংবাদিকদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন হোমের শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।