বন্যপ্রাণীর আক্রমণে নিহতের পরিবারের একজনকে চাকরি

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : ডুয়ার্সের (Doors) বক্সা ব্যাঘ্র প্রকল্প এবং জলদাপাড়া জাতীয় উদ্যানের এলাকায় বন্যপ্রাণীর আক্রমণে নিহতদের পরিবার থেকে একজন করে বন বিভাগে চাকরি দিতে চলেছে বন দফতর। বক্সা টাইগার রিজার্ভ এবং জলদাপাড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণীর আক্রমণে নিহতদের পরিবারের মধ্যে ২০ জন বন বিভাগে চাকরি পেতে চলেছেন। সম্প্রতি জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় (Doors) এক বৈঠকের পর জানিয়েছেন জেলাশাসক আর বিমলা। বলেছেন, গত কয়েক মাসে আমাদের কাছে জমা দেওয়া সমস্ত আবেদন যাচাই-বাছাই করা হয়েছে। জলদাপাড়া এবং বক্সা টাইগার রিজার্ভে ২০ জনকে চাকরির সুযোগ দেওয়া হবে। আশা করি, এই উদ্যোগের ফলে প্রতিটি পরিবার উপকৃত হবে।

আরও পড়ুন- ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ মিলবে একশো দিনের টাকা

আইনানুসারে বন্য প্রাণীর আক্রমণে মৃত্যু হলে রাজ্য সরকার মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর ঘোষণা করেছিলেন, ক্ষতিপূরণ ছাড়াও, রাজ্য সরকার নিহতদের পরিবারের একজনকে চাকরি দেবে। এই চাকরি প্রাপকেরা বন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। মাসে পাবেন ১২ হাজার টাকা। ইতিমধ্যেই চিনচুলা চা-বাগানের কর্মী মৃত রঞ্জিত ওঁরাওয়ের স্ত্রী লালো মুন্ডা এই প্রকল্পে বন বিভাগে চাকরিতে যোগ দিয়েছেন ১৬ জানুয়ারি। বাকিরাও দ্রুত নিয়োগপত্র পেতে চলেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, ভুক্তভোগীরা দরিদ্র পরিবারের। তাই রাজ্য সরকারের এই সহায়তা তাঁদের কাছে আশীর্বাদস্বরূপ। আগামী দিনে এই পরিবারগুলো সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারবে।

Latest article