ছাড়পত্র পেলেই বেঙ্গল সাফারিতে আসবে জোড়া সিংহ

সেন্ট্রাল জু অথোরিটির ছাড়পত্র মিললেই পর্যটকদের জন্য শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আনা হবে সিংহ। প্রাথমিক ভাবে দুটি সিংহ সাফারিতে আসতে চলেছে

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : সেন্ট্রাল জু অথোরিটির ছাড়পত্র মিললেই পর্যটকদের জন্য শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আনা হবে সিংহ। প্রাথমিক ভাবে দুটি সিংহ সাফারিতে আসতে চলেছে। একটি পুরুষ ও অপরটি স্ত্রী সিংহ। তবে বনের রাজা রানির আগমন কবে ঘটবে সাফারিতে তা পুরোপুরি নির্ভর করছে সেন্ট্রাল জু অথরিটির ছাড়পত্রের ওপর। জানিয়েছেন সাফারির ডিরেক্টর কমল সরকার।

আরও পড়ুন-এই হার হজম করা কঠিন : শামি

তিনি জানান সেন্ট্রাল জু অথরিটির কাছে ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে। সেখান থেকে ছাড়পত্র এলেই প্রক্রিয়া শুরু হবে। জানা গিয়েছে ত্রিপুরার সিপাহিজলা ও কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে দুটি সিংহ আনার কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে। সম্প্রতি রাজ্য বনদফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে দ্রুত পরিকাঠামো নির্মাণের কাজ সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষকে। নতুন বছরেই শিলিগুড়ির অদূরে বন্যপ্রাণী উদ্যান বেঙ্গল সাফারিতে সিংহের দর্শন পাওয়া যাবে। সে উদ্দেশ্য নিয়েই লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয় সাফারি কর্তাদের। স্থির হয় সাফারির এলাকার সম্প্রসারণ থেকে এনক্লোজার নির্মাণ সমস্ত প্রস্তুতি নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন-চেয়েছিলাম কাপ হাতে নিক দ্রাবিড়

সম্প্রতি কাজে গতি ফেরাতে বনদপ্তরের তরফে জু মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরী সাফারি পার্ক ও সিংহ সাফারির জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগত নির্মাণের কাজকর্ম পর্যবেক্ষণ করেন। সাফারির ডিরেক্টর কমল সরকার জানান, ইতিমধ্যে সিংহ সাফারির জন্য এনক্লোজার নির্মাণ এবং নাইট শেল্টারের কাজ প্রায় ৮৫ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকি খুব দ্রুত শেষ করে নতুন অতিথিদের আগমনের জন্য প্রস্তুত হয়ে উঠবে সাফারি।

Latest article