বঙ্গ

রাজ্যের সেতুগুলির নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশিকা পূর্ত দফতরের

প্রতিবেদন : রাজ্যের পূর্ত দফতর, তাদের হাতে থাকা সেতুগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ আরও নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে। নিয়মিত সেতুর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি এবার প্রতিটি সেতুর বহন ক্ষমতা, উচ্চতা, রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিবরণের বিস্তারিত তালিকা-সহ ফলক বসাতে বলা হয়েছে। সম্প্রতি রাজ্যের পূর্ত সচিব অন্তরা আচার্য এই মর্মে এক নির্দেশিকা জারি করেছেন।

আরও পড়ুন-মৃত্যু.বার্ষিকীতে তাপসীকে শ্রদ্ধা জানাল সিঙ্গুর

সেখানে বলা হয়েছে পূর্ত দফতরের নিয়ন্ত্রনাধীন সেতু, রেল ওভারব্রিজ ও রাস্তার ওই সব তথ্য অন্ধকারেও দেখা যায় এমন ফলক বসাতে হবে। যেখানে ওই সেতুর সর্বাধিক ভারবহনের ক্ষমতা, ভারবাহি গাড়ির অনুমোদিত বহনের ক্ষমতা, সেতুর ওপর যানবাহনের অনুমোদিত সর্বাধিক গতি ইত্যাদি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। একইসঙ্গে সেতুর নাম, নির্মাণের তারিখ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পূর্ত দফতরের সংশ্লিষ্ট বিভাগের নামও সেখানে উল্লেখ করতে হবে।

আরও পড়ুন-নানা রটনায় ফের শিরোনামে দাউদ

সেতুর রক্ষণাবেক্ষণ নিয়ে কোনওরকম অভিযোগ থাকলে তা যাতে সহজেই জানানো যায় সে কারণে ফলকে সংশ্লিষ্ট তথ্যসহ কিউআর কোড বসাতেও নির্দেশ দেওয়া হয়েছে। সেতুর দুই প্রান্তেই এই ধরনের ফলক বসাতে হবে। দফতরের প্রত্যেকটি জোনের মুখ্য ইঞ্জিনিয়ারকে নিয়মিত সেতুর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত তথ্য সমীক্ষা পোর্টালে তুলতে বলা হয়েছে। ছোট বড় সমস্ত সব রকম সেতু, যেগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ত দফতরের তাদের তথ্য ওই পোর্টালে থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-কোভিড আত.ঙ্কে ফিরছে মাস্ক

মাঝেরহাট সেতু-বিপর্যয়ের পরই রাজ্যের প্রতিটি সেতু, উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার পরিকল্পনা নেয় পূর্ত দফতর। দেশের নামজাদা চারটি সমীক্ষক সংস্থাকে এই কাজে নিয়োগ করা হয়। কলকাতা ও তার সংলগ্ন এলাকার ১৬টি সেতুর সমীক্ষার কাজ শেষ করে রাজ্যকে রিপোর্ট দিয়েছে ব্রিজ বিশেষজ্ঞ কমিটি। বিভিন্ন জেলা মিলিয়ে পূর্ত দফতরের অধীন ৩৭২টি সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ শেষ হয়েছে। এর মধ্যে ৩৬৭টি সেতুর রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। ওই রিপোর্টে ২২৩টি ব্রিজের ছোটখাটো মেরামতের প্রয়োজন এবং ক্ষেত্রে ২৭টি সেতুকে ‘বিপজ্জনক’ হিসাবে চিহ্নিত করে সেগুলি ভেঙে নতুন করে গড়ে তোলার পক্ষে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। এই ‘বিপজ্জনক’ সেতুগুলির মধ্যে বীরভূম, মুর্শিদাবাদের বেশ কয়েকটি সেতু ছাড়াও উত্তরবঙ্গের কয়েকটি সেতুও ছিল তালিকায়। সেই মতো ধাপে ধাপে সেতু সংস্কার এবং পুনর্নির্মাণের প্রক্রিয়া চলেছে। কিন্তু ফের যাতে ওইসব সেতু রক্ষণাবেক্ষণের অভাবে দুর্বল না হয়ে পড়ে তা নিশ্চিত করতে এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

9 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

9 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

9 hours ago