নানা রটনায় ফের শিরোনামে দাউদ

বিগত বেশ কয়েক বছর ধরেই বারবার দাউদের অসুস্থতার খবর সামনে এসেছে। এমনকী, পাকিস্তানে তাঁকে খুন করা হয়েছে বলেও একসময় রটে যায়

Must read

প্রতিবেদন : রবিবার রাত থেকেই আচমকা সংবাদ শিরোনামে পলাতক আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। পাকিস্তানের করাচি হাসপাতালে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি বলে খবর রটে। সোশ্যাল মিডিয়ায় দাবি তোলা হয়, তাঁকে বিষ খাইয়ে খুনের চেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন-কোভিড আত.ঙ্কে ফিরছে মাস্ক

তবে এই প্রথম নয়, তাঁকে নিয়ে নানা সময় নানা জল্পনা রটেছে। হত্যার চক্রান্তও হয়েছে একাধিকবার। বিগত বেশ কয়েক বছর ধরেই বারবার দাউদের অসুস্থতার খবর সামনে এসেছে। এমনকী, পাকিস্তানে তাঁকে খুন করা হয়েছে বলেও একসময় রটে যায়।

আরও পড়ুন-সাংসদ বাংলো ছাড়ার নির্দেশ চ্যা.লেঞ্জ করে হাইকোর্টে মহুয়া

২০২০ সালের জুন মাসে দাউদের সস্ত্রীক কোভিডে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। দাউদের ব্যক্তিগত দেহরক্ষী, কয়েকজন কর্মীও ভাইরাস আক্রান্ত হয় বলে শোনা যায়। তার কয়েকদিনের মধ্যেই আরও একধাপ এগিয়ে খবর রটে যায়, কোভিডে আক্রান্ত দাউদের মৃত্যু হয়েছে হাসপাতালেই। খবরটি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন তাঁর ভাই আনিস ইব্রাহিম। ২০১৭ সালের এপ্রিল নাগাদ খবর ছড়ায়, দাউদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। অবস্থাও বেশ আশঙ্কাজনক। সেসময় দাউদ ঘনিষ্ঠ ছোটা শাকিল দাবি করেন, সম্পূর্ণ সুস্থ রয়েছেন দাউদ। এ খবর ভিত্তিহীন। তবে পাকিস্তান সে দেশে দাউদের অস্তিত্ব স্বীকার করেনি কখনওই। দেশি-বিদেশি নানা গোয়েন্দা সংস্থা ও সংবাদমাধ্যম করাচির সেনা ব্যারাকের অভিজাত এলাকার ক্লিফটন হাউস ও সংলগ্ন এলাকায় দাউদের গতিবিধি ও উপস্থিতির নানা ছবি প্রকাশ্যে এনেছে। দুবাইয়েও দাউদের গতিবিধির প্রমাণ পেয়েছে ভারতের ইন্টালিজেন্স এজেন্সি।

Latest article