কোভিড আত.ঙ্কে ফিরছে মাস্ক

গত ১ সপ্তাহে ৫৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হওয়ায় সিঙ্গাপুরে নাগরিক এবং ভ্রমণকারীদের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে সেখানকার সরকার

Must read

প্রতিবেদন : বিশ্ব জুড়ে ফের বাড়ছে কোভিড আতঙ্ক। গত এক সপ্তাহে ৫৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। শুধু তাই নয়, ভারতের কেরল রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এর হদিশ পাওয়া গিয়েছে। তামিলনাড়ুতেও করোনা আক্রান্ত হয়েছে ৮ জন। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। গত ১ সপ্তাহে ৫৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হওয়ায় সিঙ্গাপুরে নাগরিক এবং ভ্রমণকারীদের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে সেখানকার সরকার।

আরও পড়ুন-সাংসদ বাংলো ছাড়ার নির্দেশ চ্যা.লেঞ্জ করে হাইকোর্টে মহুয়া

সিঙ্গাপুর সরকারের রিপোর্ট অনুযায়ী, চলতি মাসের ৩ থেকে ৯ তারিখের মধ্যে সেখানে ৫৬,০৪৩ টি কেভিড-১৯ কেস রেকর্ড করা হয়েছে। তার আগের সপ্তাহে ৩২,০৩৫ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এদিকে চিনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, চিনের মূল ভূখণ্ডে প্রায় এক মাসের মধ্যে কোভিড-১৯ সাবভেরিয়েন্ট জেএন.১ সংক্রামিত হওয়ার সাতটি উপসর্গবিহীন কেস শনাক্ত করা হয়েছে, ১০ ডিসেম্বর পর্যন্ত অন্তত ৪০টি দেশ সাবভেরিয়েন্টের রিপোর্ট করেছে। বেজিং-ভিত্তিক ইমিউনোলজিস্টের মতে, ভাইরাসের কোনও সীমানা নেই বলে জেএন.১ ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। ভাল অবস্থায় নেই আমেরিকাও। সেখানে ২৩,৪৩২ জন করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, কোভিড আক্রান্ত হয়ে সেখানে হাসপাতালে ভর্তির সংখ্যা ২০০ শতাংশ এবং ফ্লুতে ৫১ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন-জাতীয় নিরাপত্তার নামে অপ.ব্যবহারের আশঙ্কা, লোকসভায় পেশ টেলিকম বিল

ভারতে ইন্ডিয়ান সার্স-কভ-২জিনোমিক্স কনসোর্টিয়াম-এর রিপোর্ট বলছে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনে ছড়িয়ে পড়া কোভিড-১৯-এর উপ-ভেরিয়েন্ট জেএন.১-এ আক্রান্ত হয়েছেন কেরলের এক ব্যক্তি। গত শনিবার কোভিড আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে কেরলে। রিপোর্ট বলছে, কেরালায় প্রতিদিনের কোভিড-১৯ সংক্রমিতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। শনিবার ৩০২টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে এবং মোট সক্রিয় সংক্রমিতের সংখ্যা ১,৫২৩-এ পৌঁছেছে। অতীত থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিকভাবে সতর্কবার্তা জারি করেছে কেরলের স্বাস্থ্যদফতর। স্বাস্থ্য আধিকারিকদের মক ড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছে, হাসপাতালগুলিকে আইসিইউ শয্যা বরাদ্দ করতে বলা হয়েছে এবং অক্সিজেন ও ওষুধের প্রাপ্যতা পরীক্ষা করতে বলা হয়েছে। তবে এখনই আন্তঃরাজ্য চলাচলে কোনওরকম বিধি নিষেধ জারি করতে রাজি নয় কেরল সরকার।

Latest article