জাতীয়

একসঙ্গে ৩৮ জনকে ফাঁসির সাজা, আমেদাবাদে ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলা

অনন্ত গুছাইত, নয়াদিল্লি : ২০০৮ সালে গুজরাতের আমেদাবাদে ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় শুক্রবার ৪৯ জন দোষীর মধ্যে ৩৮ জনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ভারতে এই প্রথম কোনও একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া এতজন অপরাধীকে একসঙ্গে ফাঁসির সাজা শোনানো হল। এই মামলায় বাকি ১১ জন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মৃত্যু পর্যন্ত তাদের কারাগারে শাস্তি ভোগ করতে হবে। ধারাবাহিক বিস্ফোরণ কাণ্ডের এই মামলাটিকে বিশেষ আদালত ‘বিরলতম মামলা’ হিসেবে অভিহিত করেছে। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় একসঙ্গে ২৬ জনকে ফাঁসির সাজা শুনিয়েছিল চেন্নাইয়ের টাডা কোর্ট। আমেদাবাদ বিস্ফোরণ মামলায় বিশেষ আদালত গত সপ্তাহে ৪৯ জনকে দোষী সাব্যস্ত করে এবং ২৮ জনকে বেকসুর খালাসের নির্দেশ দেয়।

আরও পড়ুন:এক ম্যাচ বাকি রেখেই সিরিজ ভারতের, বিরাট-মঞ্চে রুদ্ধশ্বাস জয়

২০০৮ সালের ২৬ জুলাই আমেদাবাদে ৭০ মিনিটের মধ্যে ধারাবাহিক বোমা বিস্ফোরণে ৫৬ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হন। যার মধ্যে রাজ্য সরকার-চালিত সিভিল হাসপাতাল, আমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন পরিচালিত এলজি হাসপাতাল, বাস, পার্ক করা সাইকেল ও গাড়িতে লাগাতার মোট ২২টি বোমা বিস্ফোরণ হয়। কলোল এবং নরোদায় একটি করে বিস্ফোরণ ঘটে। ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধি, ইউএপিএ, বিস্ফোরক পদার্থ আইন এবং জনসম্পদ ক্ষতি আইনের বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। একজন অভিযুক্তকে অস্ত্র আইনেও দোষী সাব্যস্ত করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ৭৭ জন অভিযুক্তর বিরুদ্ধে বিচার শেষ করেছিল আদালত।

আরও পড়ুন:অভিমান ভুলে ফিরলেন দলে

বিচারাধীন ৭৮ জন অভিযুক্তর মধ্যে একজন, আয়াজ সৈয়দ রাজসাক্ষী হয়েছিলেন। পুলিশ দাবি করেছিল, সন্ত্রাসবাদী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) এবং নিষিদ্ধ ঘোষিত স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)-র সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে বিস্ফোরণ কাণ্ডে ধৃতদের। ২০০২ সালে গুজরাতে গোধরা-পরবর্তী দাঙ্গার প্রতিশোধ নিতেই আইএম জঙ্গিরা এই ভয়ঙ্কর ‘সিরিয়াল’ বিস্ফোরণের পরিকল্পনা করেছিল। আমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরণের কয়েক দিন পরে পুলিশ সুরাটের বিভিন্ন অংশ থেকে বোমা উদ্ধার করে। পরবর্তীকালে আমেদাবাদে ২০টি এবং সুরাটে ১৫টি এফআইআর নথিভুক্ত হয়েছিল।

আদালত সমস্ত এফআইআর একত্রিত করার পরে বিচার শুরু করে। এই মামলার রায় ঘোষণা করে বিচারক এ আর প্যাটেল বিস্ফোরণে নিহতদের ১ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেন। এর পাশাপাশি গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকা এবং নাবালকদের জন্য ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত।

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

38 minutes ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

3 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

6 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

7 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

7 hours ago