খেলা হবে প্রকল্পের জন্য বিশেষ পোর্টাল

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, এই ব‌্যাপারে জোরকদমে কাজ চলছে। কিছু কাজ বাকি আছে।

Must read

প্রতিবেদন : ‘খেলা হবে’ প্রকল্পে জব কার্ড হোল্ডারদের কাজ দেবে রাজ্য সরকারের ২৪টি দফতর। এই ব‌্যাপারে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের নির্দেশে ইতিমধ্যেই ওই চব্বিশ দফতরের সচিব ও আধাকিরাকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে নবান্নে। শীঘ্রই প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হবে। জানা গিয়েছে, জব কার্ড হোল্ডারদের নাম নথিভুক্তির জন‌্য আলাদা পোর্টাল তৈরি করা হচ্ছে। যা একশো দিনের প্রকল্পের বর্তমান যে পোর্টাল রয়েছে তার সঙ্গে সংযুক্ত করা হবে।

আরও পড়ুন-৭.৫ লক্ষ কোটির দুর্নীতিই মোদি সরকারের ভূষণ

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, এই ব‌্যাপারে জোরকদমে কাজ চলছে। কিছু কাজ বাকি আছে। চূড়ান্ত হলেই আনুষ্ঠানিক ঘোষণা হবে। একুশের বিধানসভা ভোটের আগে ‘খেলা হবে’ শ্লোগান তুলেছিল তৃণমূল কংগ্রেস। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই ‘খেলা হবে’ নামেই প্রকল্পের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ‌্যায়। মমতা বলেছিলেন, ‘১০০ দিন না হোক ৪০-৪৫ দিন কাজ করাতেই পারি। আমরা বাংলার টাকায় নিজেদের ১০০ দিনের কর্মসূচি শুরু করার কথা ভাবছি। এর নাম দেব ‘খেলা হবে’। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে। বাংলার গরিব মানুষদের কথা ভেবে এই উদ্যোগ। উল্লেখ‌্য, জব কার্ড আছে রাজ্যের প্রায় ৬৪ লাখ মানুষের। যাঁরা গড়ে কাজ পেয়েছেন ২৬ দিন করে। আগামী সেপ্টেম্বর মাসে রাজ্যে ফের শুরু হবে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প।

আরও পড়ুন-চাঁদের দেশের দোরগোড়ায় পৌঁছে গেল চন্দ্রযান-৩, আলাদা হল ল্যান্ডার বিক্রম

ওই ক্যাম্পেই ‘খেলা হবে’ প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। নবান্ন সূত্রে খবর, কারা কীভাবে নাম নথিভুক্ত করতে পারবেন তা নিয়ে গাইডলাইন তৈরি হয়েছে। পোর্টাল তৈরি হচ্ছে। অদক্ষ শ্রমিকরা তার মাধ‌্যমে বিভিন্ন কাজের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। নবান্ন সূত্রে খবর, ২০২১-র ডিসেম্বর মাসের পর গ্রামীণ কর্মনিশ্চয়তার ‘১০০ দিনের কাজ’ প্রকল্পে কোনও টাকা আসেনি বাংলায়। এই খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা। আবাস যোজনার ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮টি বাড়ির জন্য কেন্দ্রের কাছে রাজ্যের মোট প্রাপ্য ৮ হাজার ১৮২ কোটি ৭১ লক্ষ টাকা। আবাস যোজনার ক্ষেত্রেও রাজ‌্য নিজের ফান্ড থেকে অর্থ খরচ করবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article