আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নিরাপত্তা বিঘ্নিত। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ছিলেন দর্শকের আসনে। ভারতের ইনিংসের ১৪তম ওভারে হঠাৎ করেই মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। এই ঘটনার ফলেই খেলা ৪৫ সেকেন্ড বন্ধ রাখতে হয়। কিন্তু মোড় অন্য ক্ষেত্রে। সেই ব্যক্তি রাজনৈতিক বার্তা লেখা জার্সি এবং মুখে প্যালেস্তাইনের পতাকা আঁকা মাস্ক পরে ঢুকেছিলেন মাঠে।
আরও পড়ুন-২০২৩ মিস ইউনিভার্সের খেতাব জিতলেন শেনিস পালাসিওস, ভারতের প্রতিনিধিত্ব করলেন শ্বেতা শারদা
ঘটনার সময় বল করছিলেন অ্যাডাম জ়াম্পা। বিরাট কোহলি ব্যাট করছিলেন। চতুর্থ বলের আগে মাঠে ঢুকে সেই ব্যক্তি চলে গেলেন কোহলির কাছে। তাঁর সাদা জার্সিতে লেখা ছিল ‘স্টপ বম্বিং প্যালেস্তাইন’। প্যালেস্তাইনে বোমা ফেলা বন্ধ করার বার্তা নিজের জামায় লেখেন তিনি। কোহলিকে এভাবে জড়িয়ে ধরতেই অপ্রস্তুত হয়ে তাকে সরিয়ে দিতে চান তিনি। পরিস্থিতি বুঝে খুব দ্রুত নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যান। দর্শকাসন থেকে এই ঘটনা নজর এড়ায়নি অমিত শাহ এবং তাঁর পুত্র তথা বোর্ড সভাপতি জয় শাহের।
আরও পড়ুন-প্রয়াত ধুম-এর পরিচালক সঞ্জয় গাধভী
প্রধানমন্ত্রীর উপস্থিতি উপলক্ষে মাঠে নিরাপত্তা ছিল বেশ আঁটোসাঁটো। স্থানীয় পুলিশ এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনী সব দিকেই বেশ সতর্ক ছিল। অযাচিত কোন ঘটনা দেখলেই একপ্রকার তেড়ে যাচ্ছিল নিরাপত্তা রক্ষীরা। কিন্তু তারপরেও এই ধরণের ঘটনা কিভাবে ঘটল সেই নিয়ে প্রশ্ন উঠছে সব মহলেই।