বেঙ্গালুরুর (Bengaluru) অন্ধরাহাল্লি এলাকায় একটি সরকারি স্কুলের ছাত্রদের শৌচালয় পরিষ্কার করতে বাধ্য করা হয়।ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিওতে প্রাথমিক স্তরের দুই ছাত্রকে খালি পায়ে ঝাড়ু ও অন্যান্য উপকরণ ব্যবহার করে শৌচালয় পরিষ্কার করতে দেখা গেছে। কোলার জেলার মোরারজি দেশাই আবাসিক স্কুলের ছাত্রদের শৌচাগার পরিষ্কার করার কয়েকদিন পরেই এই ভিডিও ভাইরাল হয়। এর জেরে স্কুলের অধ্যক্ষ ও দুই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। অন্ধ্রহল্লি সরকারি স্কুলে এই ঘটনার পর, শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ছাত্রদের অভিভাবকরা ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ দেখান।
আরও পড়ুন-করোনা রিপোর্ট পজেটিভ এলেই করতে হবে জিনোম সিকোয়েন্সিং
শিক্ষা দফতর স্কুলের প্রধান শিক্ষিকাকে ইতিমধ্যেই বরখাস্ত করেছে। কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার ঘটনার বিষয়ে খোঁজখবর নিতে একটি বৈঠক ডাকেন এবং কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান, ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শিবকুমার এই মর্মে বলেন, স্কুলে শৌচাগার পরিষ্কারের ব্যবস্থা আছে, কিন্তু শিশুদের দিয়ে এই কাজ করানোর অনুমতি নেই। কর্ণাটকের প্রাথমিক শিক্ষামন্ত্রী মধু বাঙ্গারপ্পাও এই ঘটনার নিন্দা করেছেন এবং এটিকে “মর্মান্তিক” এবং “দুঃখজনক” বলে অভিহিত করেছেন।