দেবতার সাড়া না পেয়ে মন্দিরে পেট্রল বোমা ছুঁড়লেন এক যুবক

এদিন তার মনে হয়েছিল ঠাকুর তাঁর ডাকে সাড়া দিচ্ছে না। রেগে গিয়েই মন্দির লক্ষ্য করে বোমা ছুঁড়তে থাকেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে।

Must read

সকলেই মনস্কামনা পূরণের জন্য ভগবানের আরাধনা করেন। কেউ সাড়া পান, কেউ পান না। কিন্তু এই অবস্থায় ভগবানের তরফে কোন উত্তর না পেয়ে ঠিক কি করা উচিত সেটাই ঠাহর করতে পারছিলেন না এক যুবক। জানা গিয়েছে, চেন্নাইয়ের বাসিন্দা ওই যুবক মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন। কিন্তু ভগবান তাঁর ডাকে সাড়া দিচ্ছেন না বলে মন্দির লক্ষ্য করে পেট্রল বোমা ছোঁড়েন। ঘটনার খবর পেয়েই পুলিশ ওই জে মুরলী কৃষ্ণন নামে ৩৯ বছরের যুবককে গ্রেফতার করেছে। পুলিশ এই বিষয়ে জানিয়েছে, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। নেশার ঘোরে তিনি এমন কাজ করেছেন।

আরও পড়ুন-চলন্ত বাসে আগুন, হতাহতের খবর নেই

জানা গিয়েছে, ওই ব্যক্তি স্থানীয় এলাকার বাসিন্দা। মাঝেমধ্যেই তিনি মন্দিরে যান। ঠাকুরের কাছে প্রার্থনা করেন। এদিন তার মনে হয়েছিল ঠাকুর তাঁর ডাকে সাড়া দিচ্ছে না। রেগে গিয়েই মন্দির লক্ষ্য করে বোমা ছুঁড়তে থাকেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে। বোমা ছুঁড়লেও হতাহত বা মন্দিরের কোনও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়নি বলেই খবর। পুলিশ ওই যুবককে জেরা করার ফলে সে জানায় বার বার ভগবানের কাছে প্রার্থনা করেছে সে কিন্তু কিছুতেই ডাকে সাড়া দিচ্ছেন না ভগবান। তাই রেগে গিয়ে বোমা ছোঁড়েন তিনি। পুলিশ এই ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু করে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Latest article