চলন্ত বাসে আগুন, হতাহতের খবর নেই

খবর পেয়ে ঘটনাস্থলে একাধিক দমকলের ইঞ্জিন রওনা দেয়। স্থানীয় বাসিন্দারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ইতিমধ্যেই বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হয়েছে বলে জানা গিয়েছে

Must read

শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) খড়গপুর লোকাল থানার মাদপুরের কাছে কলকাতা থেকে ওড়িশাগামী একটি বাসে হঠাৎ করেই দাউদাউ করে জ্বলে ওঠে। জানা গিয়েছে, ওড়িশার উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। রাতে জাতীয় সড়কের উপর দাউদাউ করে বাসটি জ্বলতে থাকে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়।

আরও পড়ুন-এথিক্স কমিটি তো আসলে সালিশি সভা তোপ মহুয়ার

জাতীয় সড়কের উপরে বাসে আগুন ধরে যাওয়ায় যাত্রীরা লাফ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় বাসটি ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে একাধিক দমকলের ইঞ্জিন রওনা দেয়। স্থানীয় বাসিন্দারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ইতিমধ্যেই বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু এভাবে কি করে আগুন লাগল, সেটা স্পষ্ট নয়। প্রথমে এই বাসে আগুনের ফুলকি দেখতে পান চালক। বিপদ বুঝে বাস মাঝ রাস্তায় থামিয়ে দেন তিনি। যাত্রীরা তাড়াহুড়ো করে নামতে চেষ্টা করে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে। নামতে দেরি হওয়ায় কয়েকজন যাত্রী আহত হন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন-কেন্দ্রে বিকল্প সরকার হলে একমাসে গ্রেফতার গদ্দার

উল্লেখ্য, বিকেলে বাবুঘাট থেকে রওনা দেয় বাসটি। যাচ্ছিল ওড়িশার পারাদ্বীপে।এদিন রাত ৯টা নাগাদ বাসটি খড়গপুর গ্রামীণ থানার মাদপুর এলাকা দিয়ে যাওয়ার সময়ই ইঞ্জিনে আগুন লেগে যায়। বাসে অনেক যাত্রী ছিলেন তবে হতাহতের খবর নেই। খড়্গপুর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। গিয়েছিলেন প্রশাসনের তরফে কর্তারা। জেলাশাসক খুরশিদ আলি কাদরি এই বিষয়ে বলেন, ‘একটি দুর্ঘটনা ঘটেছে। সেখানে টিম পাঠানো হয়েছে। ঠিক কতজন মানুষ আহত হয়েছেন সেটা এখনই বলা সম্ভব নয়।’‌

Latest article