ফের জেলায় আধার বাতিল

Must read

প্রতিবেদন : ফের জেলায় জেলায় আধার-বিভ্রাট (Aadhaar Card)। মিলল আধার বাতিলের চিঠি। এর ফলে বন্ধ ব্যাঙ্ক ও সরকারি পরিষেবাও। শিকার প্রতিদিনই তালিকায় নতুন নতুন জেলা যোগ হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান আধার লিঙ্ক নিষ্ক্রিয় হওয়ার চিঠি পেয়ে মাথায় হাত বাসিন্দাদের। এরপর ফের আধার (Aadhaar Card) বাতিলের চিঠি গেল নদিয়া, মালদহ, নদিয়ার চাপড়াতেও। আধার বাতিল হয়ে যাওয়ায় চরম সমস্যার মুখে পড়েছেন পুরাতন মালদহের এক বাসিন্দা। তাঁর অভিযোগ, অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে পারছেনা না তিনি। এই প্রসঙ্গে মন্ত্রী সাবিনা ইয়ামিন তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে। তিনি বলেন, কখনও নোট বাতিল, কখনও আধার বাতিল। কেন্দ্রের কাজই হল মানুষকে হেনস্তা করা। এ-ছাড়াও কাকদ্বীপ, বাগদা থেকে পূর্বস্থলি, ফের আধারের গেরোয় চোখে আঁধার দেখছেন স্থানীয় বাসিন্দারা। হাসনাবাদের বেশ কিছু মানুষের আধার বাতিল হয়ে গিয়েছে। এছাড়াও পুরাতন মালদহ, হাবিবপুরের কয়েকটি পরিবারেরও আধার বাতিল করে দেওয়া হয়েছে। তাঁরা ব্যাঙ্কে গিয়ে সমস্যার মুখে পড়েন। কোনও কাজ করতে পারছেন না। আধার বাতিল হওয়া পরিবারগুলির অভিযোগ, হঠাৎ করেই মঙ্গলবার তাঁদের কাছে বাতিলের চিঠি আসে। বুধবার সকালে এঁদের মধ্যে কয়েকজন ব্যাঙ্কে গিয়ে দেখেন তাঁরা টাকা তুলতে পারছেন না। তাঁদের পরিবারের কয়েকজন তামিলনাড়ুতে কাজ করেন। সেখান থেকে কোনও টাকা তাঁরা পাঠাতে পারছেন না। ফলে রাতারাতি আধার বাতিল হয়ে যাওয়ার হাসনাবাদের ৩৬টি পরিবার অথৈ জলে পড়েছেন। তাঁরা কী করবেন বুঝতে পারছেন না। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার বাতিল নিয়ে সরব হয়েছেন। আধার নিয়ে ফেডারেশনও মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছে।

আরও পড়ুন- কুণালের বাড়িতে হামলার চেষ্টা, পাল্টা বিক্ষোভে পালাল বিজেপি

Latest article