আধার-তথ্য সতর্ক করল কলকাতা পুলিশ

বৃহস্পতিবার, চিঠি দিয়ে তারা জানায় সরকারি কাজের জন্য সংগৃহীত আধার কার্ডের তথ্য যেন আড়াল করার ব্যবস্থা করে অর্থ দফতর।

Must read

প্রতিবেদন : আধারের তথ্য চুরি আঁধার নামিয়ে আনছে গ্রাহকের জীবনে। এ-বিষয়ে নানা অভিযোগ আসছে। এবার এ-বিষয় নিয়ে রাজ্য অর্থ দফতরকে সতর্ক করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার, চিঠি দিয়ে তারা জানায় সরকারি কাজের জন্য সংগৃহীত আধার কার্ডের তথ্য যেন আড়াল করার ব্যবস্থা করে অর্থ দফতর।

আরও পড়ুন-২০০ বছর ধরে ধুমধাম করে চলছে পাতি মার মস্তকপুজো

আধার কার্ডের অতি-ব্যক্তিগত তথ্য সহজেই পৌঁছে যাচ্ছে প্রতারকদের হাতে। তার জেরে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। কীভাবে আধার তথ্য পাচ্ছে জালিয়াতরা? সরকারি কাজে বিভিন্ন তথ্য তথ্য সংগ্রহ করা হয়। সেখানে অত্যাবশ্যক আধার কার্ড। এই তথ্য আপলোড করা হয় সরকারি ওয়েবসাইটে। wbregistration.gov.in ছাড়াও বেশ কিছু ওয়েবসাইটে এই আধার কার্ডের তথ্য আপলোড করা হয়। এই বিষয় নিয়েই অর্থ দফতরকে সতর্ক করেছে কলকাতা পুলিশ। চিঠিতে তারা জানিয়েছে, ওয়েবসাইটে আধার নম্বর, আঙুলের ছাপ-সহ অন্যান্য বায়োমেট্রিক তথ্য আপলোড করার সময় সেগুলি আড়াল করার ব্যবস্থা করুক অর্থ দফতর। না হলে ওয়েবসাইট থেকেই বেহাত হচ্ছে তথ্য। সম্প্রতি কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু জায়গা থেকেই আধার নথি জাল করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। এবার রাজ্য সরকারি দফতরকে এ-বিষয়ে সতর্ক করল কলকাতা পুলিশ।

Latest article