প্রতিবেদন : রাজ্য সরকার চলতি মাসের মধ্যে ১০০ দিনের প্রকল্পের সুবিধাভোগীদের জব কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ শেষ করতে নির্দেশ দিয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব জেলার ১০০ দিনের কাজের নোডাল অফিসারদের পঞ্চায়েত দফতর এই মর্মে নির্দেশ দিয়েছে। রাজ্যে ১০০ দিনের কাজের অগ্রগতি নিয়ে পঞ্চায়েত দফতরের একটি অভ্যন্তরীণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ১০০ দিনের কাজে স্বচ্ছতা বজায় রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে ওই দফতর সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন-জাতীয় নির্বাচন কমিশনের নয়া সদস্য হলেন অরুণ গোয়েল
প্রকল্পের কাজে স্বচ্ছতা আনতেই আধার সংযোগের উপর জোর দেওয়া হয়েছে। চলতি সোশ্যাল অডিটে এই প্রকল্পের কাজে কোনও অনিয়ম ধরা পড়লে, সেই অর্থ উদ্ধার নিশ্চিত করার কথাও বলা হয়েছে বৈঠকে। গ্রামোন্নয়নের কাজের বিভিন্ন প্রকল্পের কেন্দ্রীয় গাইডলাইন নিয়ে বিডিওদের জন্য ওয়ার্কশপের আয়োজনও করতে বলা হয়েছে। ন্যায়পালদের সম্পূর্ণ সহযোগিতা করার পাশাপাশি জব কার্ডের আপডেট এবং জিও ট্যাগিং সংক্রান্ত কাজও দ্রুত শেষ করার কথা বলা হয়েছে। একই সঙ্গে প্রতি মৌজা থেকে অন্তত দু’টি কুয়োর জলস্তর মেপে সেই তথ্যকেন্দ্রের জলদূত অ্যাপে তোলার কাজ ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছে।