জাতীয় নির্বাচন কমিশনের নয়া সদস্য হলেন অরুণ গোয়েল

প্রাক্তন আইএএস আধিকারিক অরুণ গোয়েলকে জাতীয় নির্বাচন কমিশনে আনা হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে এই পদে নিয়োগ করেছেন

Must read

প্রতিবেদন: প্রাক্তন আইএএস আধিকারিক অরুণ গোয়েলকে জাতীয় নির্বাচন কমিশনে আনা হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে এই পদে নিয়োগ করেছেন। দীর্ঘ দিন ধরে ওই পদটি ফাঁকা ছিল। সেখানেই আনা হল অরুণ গোয়েলকে। গোয়েল ১৯৮৫ সালের পাঞ্জাব ক্যাডারের আমলা।

আরও পড়ুন-প্রয়াত বাবু মানি

শনিবার সন্ধ্যায় আইন মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রাক্তন আইএএস আধিকারিক অরুণ গোয়েলকে নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অরুণ গোয়েল শুক্রবার ভারী শিল্প দফতরের সচিবের পদ থেকে স্বেচ্ছাবসর নেন। চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁর চাকরির মেয়াদ ছিল। মাত্র এক মাস আগেই স্বেচ্ছাবসর নিয়েছেন তিনি। মনে করা হচ্ছে, জাতীয় নির্বাচন কমিশনারের পদে নিয়োগের জন্যই তিনি স্বেচ্ছাবসর নিয়েছেন।

Latest article