প্রয়াত বাবু মানি

চলে গেলেন '৮০-র দশকের ময়দান কাঁপানো উইঙ্গার বাবু মানি। ভারতীয় দলের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর।

Must read

প্রতিবেদন : চলে গেলেন ‘৮০-র দশকের ময়দান কাঁপানো উইঙ্গার বাবু মানি। ভারতীয় দলের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। এশিয়ান গেমস, নেহরু কাপ, সাফ গেমসে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ময়দানের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডানের হয়ে খেলেছেন দাপুটে এই ফুটবলার।

আরও পড়ুন-বাংলার মুখ্যমন্ত্রীই দেশে মহিলা শক্তির প্রতীক: রাজ্যপাল আনন্দ

দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। বিকল হয়ে গিয়েছিল দু’টি কিডনিও। বেশ কিছুদিন ধরেই ভর্তি ছিলেন হাসপাতালে। কয়েক দিন আগে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানেই শনিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবু মানি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় ফুটবলমহলে। বেঙ্গালুরু থেকে কলকাতায় এসে প্রথম মহামেডান ক্লাবে খেলেন। তার পর অন্য দুই প্রধান এবং জাতীয় দলে খেলেন।

Latest article