গ্রেফতার আপ সাংসদ সঞ্জয় সিং

Must read

আবগারিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার আপ সাংসদ সঞ্জয় সিং (AAP MP Sanjay Singh)। বুধবার সকাল ৭টা থেকে সঞ্জয় সিংয়ের দিল্লির বাড়িতে হানা দেয় ইডি। বাজেয়াপ্ত করা হয় বহু নথি এবং ফাইল। আবগারি নীতি মামলার চার্জশিটেও সঞ্জয় সিংয়ের নাম রয়েছে। এই একই মামলায় গত ফেব্রুয়ারি মাস থেকে জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বুধবার সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ সঞ্জয় সিংকে গ্রেফতার করে ইডি। তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনা হয়েছে বলে খবর।

বুধবার সকাল সাতটায় ইডির একটি বিশাল দল সাংসদের বাড়িতে হানা দেয়। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছে। এমনকী জেরার মুখে পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকেও। এবার ইডির নজরে সঞ্জয়। যদিও তাঁর নাম গত ডিসেম্বরে ইডির চার্জশিটে ছিল। ব্যবসায়ী দীনেশ অরোরা তাঁর নাম করেছিলেন বলে জানা গিয়েছিল।

আরও পড়ুন-‘রাজভবন চলো’ অভিযান: রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা, ঘোষণা অভিষেকের

লোকসভা ভোট আসতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে সরব হতে দেখা গিয়েছে বলে অভিযোগ করেছেন কেজরিওয়াল। ইডির তরফে দাবি করা হয়েছিল ২০২১-২২ দিল্লি আবগারি পলিসিতে কিছু বদল করে ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দেওয়ার কাজ করেছিলেন আপ নেতারা। এনিয়ে লক্ষ লক্ষ টাকার ডিল হয়েছিল বলে অভিযোগ। এবার সেই মামলায় গ্রেফতার আপ এমপি সঞ্জয় সিং। তবে আম আদমি পার্টি বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে।

চলতি বছরের জানুয়ারিতে, ইডি তাদের চার্জশিটে সঞ্জয় সিংয়ের (AAP MP Sanjay Singh) নাম যোগ করে। যা নিয়ে সঞ্জয় সিং দাবি করেছেন, ইডি ভুল করে তাঁর নাম যুক্ত করেছে। যার জবাবে ইডি জানিয়েছে যে তাদের চার্জশিটে চারটি জায়গায় সঞ্জয় সিংয়ের নাম লেখা হয়েছে। এর মধ্যে তিনটি জায়গায় নামের বানান সঠিকভাবে লেখা হয়েছে। শুধু একটি জায়গায় টাইপিং ভুল ছিল। পরে ইডি সঞ্জয় সিংকে মিডিয়ায় বিবৃতি না দেওয়ার পরামর্শ দিয়েছিল, কারণ বিষয়টি আদালতে বিচারাধীন।

ইডি তাদের চার্জশিটে সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে ৮২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেছে বলে জানা গিয়েছে। এর জেরে বুধবার তাঁর বাড়িতে হানা দেয় ইডি। দ্বিতীয় আরও একটি অভিযোগপত্রে রাঘব চাড্ডার নামও রয়েছে। দিল্লি আবগারি মামলায় ইডি-র দ্বিতীয় চার্জশিট ২ মে প্রকাশিত হয়েছিল। এতে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার নামও উঠে এসেছে। তবে তাকে দোষী করা হয়নি চার্জশিটে।

Latest article