বিশ্বভারতীর (Viswa Bharati) এক বিদেশী পড়ুয়া অপহৃত। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায়। বিশ্ববিদ্যালয়ের তরফে ই- মেইল মারফৎ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় এই বিষয়ে জানান, ‘আমরা কেস করেছি। তদন্ত চলছে।’
আরও পড়ুন-‘মৌখিকভাবে দাবি করলেও কোনও নথি ইডি দিতে পারেনি, অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়’ রায় হাইকোর্টের
জানা গেছে, অপহৃত ছাত্রের নাম পান্না চা। তিনি আদতে মায়ানমারের বাসিন্দা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতে পিএইচডি করছেন তিনি। শান্তিনিকেতনের ইন্দিরাপল্লি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই ছাত্র। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ সাত থেকে আটজন দুষ্কৃতী গাড়ি নিয়ে ওই ভাড়া বাড়িতে চড়াও হন। সেই সময় এক বন্ধু ছিল ওই ছাত্রের সঙ্গে। জোর করেই ছাত্রটিকে গাড়িতে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। ওই ছাত্রের ফোনও নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে এসে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একটি সন্দেহজনক গাড়ি পুলিশের নজরে পড়ে।
আরও পড়ুন-পুজোয় পাহাড়ে বাড়তে চলেছে টয় ট্রেনে জয়রাইডের সংখ্যা
বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন অপহৃত ছাত্রের এক বন্ধু। ঠিক কী কারণে এভাবে তুলে নিয়ে যাওয়া হল ওই ছাত্রকে, তা নিয়ে ধোঁয়াশা আছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে নারীঘটিত সম্পর্ক থাকতে পারে। যে পাড়ায় ওই বিদেশী ছাত্র থাকতেন, সেখানকার এক প্রতিবেশী মহিলা জানান, প্রথমে তাঁর বাড়িতে কয়েকজন দুষ্কৃতী আসেন। ভুল করে তাঁর নাতির খোঁজ করে। তারপর চলে যায়। তারা নাকি একটি মেয়েকে খুঁজতে আসে। কিছু না পেয়ে তারা চলে যায়। তারপর কাছেই একটি বাড়ি থেকে মেয়েকে পেয়ে যায় এবং তারপর একটি ছেলেকে ধরে নিয়ে যায়।