‘মৌখিকভাবে দাবি করলেও কোনও নথি ইডি দিতে পারেনি, অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়’ রায় হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট এই বিষয়ে উল্লেখ করেছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌ সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পর কোনও নতুন তথ্য জোগাড় করতে পারেনি

Must read

আজ, শুক্রবার ইডির দায়ের করা ইসিআইআরে ভিত্তিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট করেই জানিয়ে দিলেন ইসিআইআর বহাল থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না।

আরও পড়ুন-লোকসভায় বিজেপি সাংসদের অবমাননাকর মন্তব্যে ক্ষোভ, সরব বিরোধীরা

কলকাতা হাইকোর্ট এই বিষয়ে উল্লেখ করেছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌ সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পর কোনও নতুন তথ্য জোগাড় করতে পারেনি । তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। এই ক্ষেত্রে বলা হয়, প্রয়োজনে মামলা করেত পারেন অভিষেক। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ অনুযায়ী অভিষেকের বিরুদ্ধে এফআইআর করতে পারে ইডি। সেই নির্দেশ খারিজ করার জন্যই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আবেদন করা হয়। আবেদন খারিজ হয়ে গেলেও অভিষেকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি।

আরও পড়ুন-অসুস্থ সন্দীপ রায়, বন্ধ ‘নয়ন রহস্য’র শ্যুটিং

আজ, শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘‌এখনও পর্যন্ত ইডি যা যা অভিযোগ করেছে, তার উপযুক্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করতে পেরেছে খুবই কম। ইডি মৌখিকভাবে অনেক কিছু দাবি করলেও তার কোনও প্রামাণ্য নথি ইডি দিতে পারেনি। একমাত্র সুজয়কৃষ্ণ ভদ্রর বয়ান ছাড়া আর কিছুই পেশ করতে পারে নি। এই প্রমাণও কতটা গ্রহণযোগ্য সেই নিয়েও কিছু সংশয় আছে। তাই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে এই মুহূর্তে কোনও পদক্ষেপ নিতে পারবে না ইডি।’‌

Latest article