প্রতিবেদন : বন্দে ভারত ট্রেনের উদ্বোধনে সকলের আগে যাবেন প্রধানমন্ত্রী। তবে গাফিলতির জন্য যখন কয়েকশো মানুষের প্রাণ যাবে তখন দায় নেবেন না কেন তিনি। রবিবার হাওড়ার অধিবেশন থেকে বালেশ্বরের রেল দুর্ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীকে তুলোধোনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁর দাবি, যার সিবিআই হেফাজতে থাকার কথা সে সিবিআই সুপারিশ করছে! ছিঃ।
আরও পড়ুন-৮ ফেব্রুয়ারি একই জায়গায় রক্ষা পেয়েছিল ক্রান্তি এক্সপ্রেস
এদিন দেশের সোনার মেয়েদের গঙ্গায় মেডেল বিসর্জন নিয়েও তীব্র কটাক্ষে অভিষেক বলেন, যারা দেশের মাথা উঁচু করেছে তাদের যে হেনস্তা করা হয়েছে, তারা মেডেল বিসর্জন দিতে যাচ্ছে। আমি বলব, আপনারা প্রধানমন্ত্রীকেই বিসর্জন দিয়ে দিন। আমাদের এই কর্মসূচির সাফল্য দেখে ভয় পেয়েছে বিজেপি। তাই সিবিআই, ইডি লাগিয়ে আমাদের কর্মসূচি বানচাল করতে চেয়েছিল ওরা। কিন্তু সফল হয়নি। যত ওরা এরকম করবে ততই আমাদের প্রতি মানুষের সমর্থন বাড়বে। কিছুই করতে পারবে না ওরা। অভিষেক দাবি করেন, পেগাসাস দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার তাঁর এবং তাঁর আপ্ত সহায়ক সুমিতের ফোন ট্যাপ করেছে। তিনি বলেন, বিজেপির বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। ২০২৪ এর লোকসভা ভোটে বিজেপির পরাজয় অনিবার্য। তার আগে এবছর ডিসেম্বর মাসে দেশের ৫ রাজ্যের বিধানসভা ভোটে সব জায়গাতেই পর্যুদস্ত হবে বিজেপি।
আরও পড়ুন-দিনের কবিতা
এদিনের অধিবেশনে হাওড়া সদর ও গ্রামীণ দুটি এলাকারই আলাদাভাবে ভোটাভুটি হয়। অভিষেক বলেন, প্রতি ৩-৪ মাস অন্তর পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে দলীয় স্তরে পর্যালোচনা হবে। দরকারে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। আগামী দু’মাসের মধ্যে তিনি ফের হাওড়ায় আসবেন বলে দলীয় কর্মীদের জানিয়ে যান অভিষেক।