হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে বাড়ছে আসন

আরও ঝাঁ চকচকে করে তোলা হচ্ছে চালু থাকা হাসপাতালগুলির মধ্যে এই মুহূর্তে বিশ্বের প্রাচীনতম এই হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালটিকে

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়: পেডিয়াট্রিক্স (শিশুরোগ), ফার্মাসি, মেটিরিয়া মেডিকা ও অরগাননের মতো একাধিক বিভাগ এবার চালু হচ্ছে কলকাতা হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেইসঙ্গে ভারতের প্রাচীনতম এই হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়াদের জন্য স্নাতকোত্তরে আসন সংখ্যাও বাড়তে চলছে। পাশাপাশি আরও ঝাঁ চকচকে করে তোলা হচ্ছে চালু থাকা হাসপাতালগুলির মধ্যে এই মুহূর্তে বিশ্বের প্রাচীনতম এই হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালটিকে।

আরও পড়ুন-বন্দে ভারতের কৃতিত্ব নিলে ট্রেন দুর্ঘটনার দায় নিন প্রধানমন্ত্রী, তোপ অভিষেকের

এখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেই এই হোমিওপ্যাথিক হাসপাতালে নতুন বিভাগ চালু করে স্নাতকোত্তর স্তরে ডাক্তারি পড়ুয়াদের আসন সংখ্যা বৃদ্ধির ব্যাপারে এই উদ্যোগ নিয়েছেন বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়। হাসপাতালের অধ্যক্ষ, সুপার ও অন্যান্য চিকিৎসকদের সঙ্গে প্রথম বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়। এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্বাস্থ্যভবনে বিষয়গুলি লিখিতভাবে জানানো হচ্ছে। বিভাগ বাড়ানো ও ডাক্তারি পড়ুয়াদের আসন বৃদ্ধির পাশাপাশি নতুন বিল্ডিং তৈরি ও হাসপাতাল চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে। ফাঁকা পড়ে থাকা জায়গাগুলি চিহ্নিত করে সেগুলিকে কাজে লাগানোরও পরিকল্পনা করা হয়েছে। রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর পুরো হাসপাতাল চত্বরটি সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ঘুরে দেখেন ডাঃ রানা চট্টোপাধ্যায়।

Latest article