‘আপনারা বাবুল সুপ্রিয়কে জেতান, তারপর এখানকার উন্নয়নের দায়িত্ব আমার কাঁধে’ আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বৃহস্পতিবার বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারের রোডশো করে ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন। বৃহস্পতিবার বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারের রোডশো করে ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-সাহিত্য প্রেমী চোর ! অবাক কাণ্ড বর্ধমানে

এদিন তিনি বলেন, “সুব্রত মুখোপাধ্যায় বালিগঞ্জ থেকে রেকর্ড ৭৫ হাজার ভোটে জিতেছিলেন, আর তাঁকেই নারদা কাণ্ডে CBI গ্রেফতার করেছিল। কিন্তু যাকে কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেল, তিনি এখন বিজেপিতে গিয়ে সাধু হয়ে গিয়েছেন। বাবুল সুপ্রিয় পদ ছেড়ে তৃণমূলে এসেছেন। তাই বাবুল সুপ্রিয়কে কিছু বলার আগে নিজের বাড়ির লোকেদের বলুন পদ ছাড়তে।”

দলীয় প্রার্থী বাবুল সুপ্রিয়র সমর্থনে এদিন বালিগঞ্জ ফাঁড়ি থেকে মল্লিক বাজার পর্যন্ত ৩কিলোমিটার পথ জনজোয়ারে ভেসে সুবিশাল বর্ণাঢ্য রোড-শো করেন অভিষেক। এরপর বালিগঞ্জবাসীর উদ্দেশ্যে এই কেন্দ্রের প্রয়াত বিধায়ক তথা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যাযয়ের প্রতি যে অন্যায় হয়েছে, সেই বিষয়টি তুলে ধরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অন্যায়ের জবাব উপনির্বাচনে ইভিএমে দিতে হবে। এদিন কার্যত এই কথা তুলে ধরেই শপথ নেওয়ালেন ভোটারদের। জমায়েতে সকলকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, “সবাই একসঙ্গে বলুন, সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অন্যায়ের জবাব দেবেন? বলুন দেবেন? জবাব দেবেন কথা দিচ্ছেন? একসঙ্গে বলুন।” আর অভিষেকের এমন বক্তব্যের সঙ্গে সঙ্গে গগনচুম্বী চিৎকারে সকলে সমস্বরে বলে ওঠেন, “জবাব দেবো…”!

আরও পড়ুন-দীর্ঘ ২১ বছর পর চালু হল ভারত – নেপাল রেলযাত্রা

প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “উপনির্বাচনের প্রচারের শেষ দিকে এসেছি। কেউই আমরা এখানে উপনির্বাচন চাইনি৷ আমাদের সকলের পরম শ্রদ্ধেয় নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ও একটি সময় যাঁর নেতৃত্বে রাজনীতি করেছেন, সেই সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের জন্য এখানে ভোট হচ্ছে। গতবছর বিধানসভা নির্বাচনে রাজ্যের সব জায়গায় মতো বালিগঞ্জেও আমরা ওদের গোহারা হারিয়েছি। এদের হার হজম হয়নি। তাই হারার পর দিন থেকে এরা ডিসটার্ব করছে। সুব্রত মুখোপাধ্যায়ের মতো নেতাকে অন্যায়ভাবে সিবিআই দিয়ে তুলে নিয়ে গিয়েছিল। জগাই-মাধাই-ইডি-সিবিআই। নারদের মুখ্যচরিত্র কাগজে মুড়ে টাকা নিয়েছে। আর এখন বিজেপিতে গিয়ে ধোয়া তুলসি পাতা।”

আরও পড়ুন-নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে নবান্নে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

বাবুল সুপ্রিয়কে বড় ব্যবধানে জেতানোর ডাক দিয়ে অভিষেক বলেন, “মনে রাখবেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন, কোনও ব্যক্তিকে নয়। বাবুল সুপ্রিয় এখানে ৭০ হাজার ভোটে জিতবে। আপনারা বাবুল সুপ্রিয়কে জেতান, তারপর এখানকার উন্নয়নের দায়িত্ব আমার কাঁধে। আমরা মাথা উচু করে লড়ব। বহিরাগত আসে, বহিরাগত যায় বাংলা নিজের মেয়েকে চায়।”

Latest article