ইডির সমনকে ‘অবৈধ’ বলে দিল্লি হাইকোর্টে খারিজের মামলা অভিষেক-রুজিরার

Must read

নয়াদিল্লি ও কলকাতা : এবার ইডির সমনকে ‘অবৈধ’ বলে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সাংসদের সাফ কথা, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তদন্তকারী এজেন্সিকে কাজে লাগাচ্ছে কেন্দ্রীয় সরকার, যা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক।

আরও পড়ুন :কয়লা খাদানের সুলুকসন্ধান আকাঙ্ক্ষার, লক্ষ্যপূরণের জেদ নিয়ে গড়েছেন নজির

শুক্রবার দিল্লি হাই কোর্টে পিটিশন দাখিল করে স্পষ্ট আইনি ভাষায় সাংসদ অভিযোগ করেছেন, ইডির এই মামলায় তিনি বা তাঁর স্ত্রী রুজিরার বিরুদ্ধে কোনও এফআইআর নেই। এবং এটাও স্পষ্ট নয় তাঁদেরকে এই মামলায় ইডি ডেকে পাঠাচ্ছে আসামি না সাক্ষী হিসেবে! এই পদক্ষেপ অসাংবিধানিক। পিটিশনে দাবি করা হয়েছে, তাঁদের যদি জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকতেই হয় তাহলে ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারায় ডাকা হোক। কিন্তু ইডি তাঁদের পিএমএল আইনের ৫০ ধারায় সাক্ষীর বয়ান নিচ্ছে। যা কখনওই আইনসম্মত নয়। অভিষেকের আরও দাবি, তাঁকে দিল্লির পরিবর্তে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হোক।

আরও পড়ুন :সৌজন্যের নজির, প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সম্বন্ধে মারাত্মক অভিযোগ করেছেন সাংসদ। বলেছেন, একেবারে রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁদের কলকাতার পরিবর্তে দিল্লিতে সশরীরে হাজিরা দিতে বলা হচ্ছে। যা স্পষ্ট করে দিচ্ছে তদন্তের অভিমুখ। অভিষেকের আইনজীবীদের ধারণা, আগামী সপ্তাহের মধ্যেই মামলাটি শুনানি হবে।

Latest article