করোনার তথ্য গোপন: মোদির বিরুদ্ধে তদন্ত চাই, উঠল দাবি

Must read

প্রতিবেদন : নরেন্দ্র মোদি সরকার দেশের করোনা সংক্রমণ সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান গোপন করছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এই ছবি তুলে ধরতেই তথ্য গোপন করা হচ্ছে। জনস্বাস্থ্যের বিষয়ে তথ্য গোপন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করা হোক। দাবি তুলল কংগ্রেস।

আরও পড়ুন :ইডির সমনকে ‘অবৈধ’ বলে দিল্লি হাইকোর্টে খারিজের মামলা অভিষেক-রুজিরার

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি লেখা প্রকাশ হয়েছে। সেখানে আইসিএমআর-এর কিছু প্রাক্তন বিজ্ঞানীর মন্তব্য তুলে ধরে বলা হয়েছে, দেশের করোনা সংক্রমণ ও মৃত্যুর তথ্যের পরিসংখ্যানে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে। এই বিষয়টি তুলে ধরে কংগ্রেস নেতা অজয় মাকেন শুক্রবার বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট যদি সত্য হয় তবে এটা অত্যন্ত গুরুতর বিষয়। দেশের শীর্ষ আদালত বা অন্য কোনও উচ্চ আদালতের অধীনে অবিলম্বে বিষয়টি নিয়ে তদন্ত হোক। মোদি সরকার পুরোটাই ভুল প্রচার করে চলেছে। সরকার যদি আত্মতুষ্টিতে না ভুগত তাহলে বহু মানুষের প্রাণ বাঁচত। এই বিষয়ে ফৌজদারি তদন্ত চাই।

Latest article