‘মহা-বিদ্রোহী রণ ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত’ এক্সে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

বৈঠক থেকে বেরিয়ে ধরনা মঞ্চ থেকে তিনি স্পষ্ট বার্তা দেন যদি সদুত্তর না আসে তাহলে ১ নভেম্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৃহত্তর আন্দোলন হবে।

Must read

আজ,সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) সঙ্গে দেখা করে একশো দিনের কাজের টাকার একটি সদুত্তর চাইলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারকে সময়সীমা বেঁধে দিলেন তিনি। বৈঠক থেকে বেরিয়ে ধরনা মঞ্চ থেকে তিনি স্পষ্ট বার্তা দেন যদি সদুত্তর না আসে তাহলে ১ নভেম্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৃহত্তর আন্দোলন হবে।

আরও পড়ুন-দশমীতে অরন্ধন পালিত হয় বন্দ্যোপাধ্যায় পরিবারে

বৈঠক শেষ করে এদিন মঞ্চ থেকে তাঁকে ধন্যবাদ জানিয়ে অভিষেক বলেন, ‘‌আমার তিনটে দুটি প্রশ্ন ছিল। কিন্তু রাজ্যপালের কাছে উত্তর ছিল না। ২১ লক্ষ ৭৫ হাজার পরিবার দু’‌বছর কাজ করে টাকা পায়নি। তাই তিন সপ্তাহ সময় নিন। আর জানতে চান কোন আইনে টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। আর আগামী ৩১ অক্টোবরের পরে জানাতে হবে টাকা আটকে রাখার কারণ। সদুত্তর না পেলে আন্দোলন থেকে সরব না।’‌

আরও পড়ুন-বিজেপি সাংসদের ছবিতে মুখে কালি দিল সমর্থকরা

এখানেই শেষ নয়, নিজের এক্স হ্যান্ডেলে এদিন তিনি লেখেন, এটাই বাংলার মানুষের শক্তি যা অস্বীকার করা যায় না! কিন্তু ন্যায়বিচারের জন্য আমাদের লড়াই শেষ হয়নি।’ বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, ‘যদি ৩১শে অক্টোবরের মধ্যে ইতিবাচক ফলাফল বা সমাধান দেখতে না পাই তবে আন্দোলন আরও জোরালো হয়ে উঠবে।’

একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘মহা-বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত
যবে উত্‍পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না’

 

Latest article