বিজেপি সাংসদের ছবিতে মুখে কালি দিল সমর্থকরা

বাঁকুড়া জেলার বিজেপির এই দুই সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে লোকসভা ভোট ঘোষণার আগে কর্মীরা যেভাবে বিক্ষোভে ফেটে পড়েছেন, তাতে গেরুয়া শিবির বেশ অস্বস্তিতে

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : বাঁকুড়া জেলায় বিজেপির গোষ্ঠীকোন্দল বেড়েই চলেছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা সাংসদ ডঃ সুভাষ সরকার ও বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলেদের বিরুদ্ধে বারে বারে ক্ষোভ-বিক্ষোভ তীব্রতর হতে হতে তা রাস্তায় নেমে এসেছে। বিগত দিনে বাঁকুড়ার বিজেপি জেলা কার্যালয়ে তালা বন্ধ করে রাখা, শালতোড়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাঁকুড়া মাচানতলায় বিক্ষোভ, মিছিল ও সিমলাপালের লক্ষ্মীসাগরের পর এবার ছাতনা বাইপাস সড়কের মোড়ে জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের উপর ক্ষোভ উগরে দিলেন বিজেপি কর্মীরা।

আরও পড়ুন-দূষণমুক্ত পরিবেশের লক্ষ্যে ৪০ কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার, কলকাতা পুলিশে ২০০ বৈদ্যুতিক গাড়ি

সাংসদ সুভাষ সরকারের ছবিতে মুখে কালি মাখিয়ে দিলেন বিজেপি কর্মীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখালেন। বাঁকুড়া জেলার বিজেপির এই দুই সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে লোকসভা ভোট ঘোষণার আগে কর্মীরা যেভাবে বিক্ষোভে ফেটে পড়েছেন, তাতে গেরুয়া শিবির বেশ অস্বস্তিতে। স্থানীয় বিজেপি নেতৃত্ব শ্যামসুন্দর মণ্ডল, অশোক বিদ-সহ কর্মীদের দাবি, যাঁরা ওঁর অনুগামী তাঁদের দলে জায়গা দিচ্ছেন, পদে বসাচ্ছেন, তাঁদের চাকরিরও ব্যবস্থা করছেন কিন্তু বাকি বিগত দিনের পুরানো কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন।

Latest article