৩ দিনের ব্যবধানে ২ বার গ্রেফতার সাকেত, গর্জে উঠলেন অভিষেক

Must read

গত তিন দিনের ব্যবধানে সাকেত গোখেলকে দুবার গ্রেফতার করা হয়েছে। জামিন পাওয়ার পরও হেনস্থা করা হয়েছে তৃণমূল নেতাকে। এর বিরুদ্ধে ফের গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee- Saket Gokhale)।

শুক্রবার সকালে অভিষেক (Abhishek Banerjee- Saket Gokhale) কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “গুজরাত পুলিশ তিন দিনের ব্যবধানে সাকেত গোখলেকে দুবার গ্রেফতার করেছে, তাও আদর্শ আচরণবিধি এখনও বহাল রয়েছে! নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে এবং ক্রমাগত বিজেপির অনুগত হিসাবে কাজ করছে।”

গতকাল জামিন পাওয়ার পর আবারও গ্রেফতার করা হয়েছে কংগ্রেসের জাতীয় মুখপাত্রকে। কোনও রকমের ওয়ারেন্ট ছাড়াই তাঁকে হেনস্থা করে ফের গ্রেফতার করা হয়েছে। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আহমেদবাদে সাইবার থানা থেকে বেরোনোর পথে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার মুহূর্তে সাকেত বলেন, মোদি সরকারের উদ্দেশ্য প্রণোদিত এই গ্রেফতারি। কার্যত প্রতিহিংসার রাজনীতি করছে নমো সরকার এই ঘটনা থেকে তা একেবারেই তা স্পষ্ট মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ঠিক কোন কারণের জন্য তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্রকে ফের গ্রেফতার করা হল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

এর আগে মৌরবীতে ব্রিজ ভেঙে পড়েছিল। তা নিয়েই টুইট করেছিলেন সাকেত। সেখানে লেখা হয়েছিল প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে ৩০ কোটি খরচ হয়েছে। এনিয়ে সংবাদপত্রের কাটিং ও আরটিআইয়ের জবাব উল্লেখ করা হয়েছিল। গ্রেফতার হওয়ার পরে তৃণমূলের মুখপাত্র গোখলে জানিয়েছেন, ওরেভা কোম্পানির মালিক যাকে মৌরবি ব্রিজের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে গ্রেফতার করা হয়নি। কিন্তু আসল তথ্য তুলে ধরে প্রতিবাদ করায় গ্রেফতার করা হয় সাকেত গোখলেকে। এটা প্রহসন ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছিলেন তিনি। ফের একবার প্রতিহিংসার রাজনীতি করেই সাকিবকে গ্রেফতার করা হল বলে ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।

আরও পড়ুন-ঘোড়া কেনাবেচায় গেরুয়া শিবির, সতর্কতা রাজ্যগুলিতে

Latest article