তৃণমূল কংগ্রেস যেখানে পা রাখবে সেই রাজ্য ছিনিয়ে আনবে, পারলে থামিয়ে দেখান: অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Must read

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মূল বক্তা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে বক্তৃতা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই অন্য মেজাজে ছিলেন তিনি। এদিন সরাসরি অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন । তাঁর কথায়, ত্রিপুরা দিয়ে লড়াই শুরু হয়েছে, এবার অন্য রাজ্যও ছিনিয়ে আনবে তৃণমূল কংগ্রেস। পারলে রুখে দেখান।

আরও পড়ুন-যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করতে মুখ্যমন্ত্রীরা বৈঠকে বসুন: মমতা বন্দ্যোপাধ্যায়

ত্রিপুরায় যে তৃণমূল কংগ্রেসের লড়াই জারি থাকবে তা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী দেড় বছরের মধ্যে সেখানে সরকার গড়বে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরাবাসীর মন জয় করে সরকার গড়বে তৃণমূল কংগ্রেস। সেখানে লড়াই চলছে। ছাত্র-যুব দের নিয়ে এই লড়াই চলবে। তিনি বলেন, বিজেপি ভাবছে ইডি সিবিআই এর হুমকি দিয়ে দমিয়ে রাখবে। তাদের বলছি, এসব যত করবেন আমরা আমাদের লক্ষ্যে তত এগিয়ে যাব। এসব ধমক চমক দিয়ে কাজ হবে না। সাহস থাকলে তৃণমূলকে রুখে দেখান। তাঁর কথায় অমিত শাহকে চ্যালেঞ্জ জানাচ্ছি,পারলে তৃণমূল কংগ্রেসকে থামিয়ে দেখান। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায় লড়াই শুরু হয়েছে। এই লড়াই জারি থাকবে। বিজেপি গণতন্ত্র ধ্বংস করছে। তৃণমূল কংগ্রেস গণতন্ত্র ফিরিয়ে আনবে। এই লড়াই জারি থাকবে বিজেপি শাসিত রাজ্য গুলোতেও।

Latest article