যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করতে মুখ্যমন্ত্রীরা বৈঠকে বসুন: মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করতে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের একসঙ্গে সরব হওয়া উচিত। বক্তা বাংলার মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের বক্তৃতায় মোদি সরকারকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে। একে রক্ষা করতেই হবে। তাই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো কে বাঁচাতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের একযোগে বৈঠক করা উচিত। প্রয়োজনে তিনিই এই বৈঠক ডাকতে চান।

আরও পড়ুন-সংগ্রামের অপর নাম টিএমসিপি

এদিন দলনেত্রী বিজেপিকে তীব্র আক্রমণ করেন, বিহারের উদাহরণ দিয়ে তিনি বলেন, নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারেন আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব তাঁকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। তাঁর কথায় বিজেপি প্রতিহিংসাপরায়ণ দল। এরকমটা আগে দেখা যায়নি। আসলে বিজেপি যে ধরনের প্রতিহিংসার রাজনীতি করে তার জন্য তারা যা খুশি তাই করতে পারে।

এদিন বাংলার মুখ্যমন্ত্রী দেশের নির্বাচনী আইন সংশোধনে কথাও বলেন। তাঁর মতে, রাজনৈতিক দলগুলিকে চাঁদা নিতে হয় কিন্তু তিনি এটার বিপক্ষে। তিনি জানান কেন্দ্র আইন সংশোধন করুক। নির্বাচনের সমস্ত খরচ বহন করুন নির্বাচন কমিশন। ক্ষেত্রে একজোট হয়ে সবাইকে এগিয়ে আসার কথা বলেন তিনি। শুধু মুখ্যমন্ত্রীদের জোট বাঁধাই নয়, মোদি সরকারের বিরুদ্ধে তাদের জনতা বিরোধী নীতিগুলির বিরুদ্ধে সমস্ত দলকেও একজোট করার অন্যতম কুশিলব তিনি। এদিনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জোট বাধুন।

Latest article