মান্না দের প্রয়াণ দিবস উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিনম্র শ্রদ্ধার্ঘ্য

Must read

প্রকৃত নাম ছিল প্রবোধ চন্দ্র দে। যদিও খ্যাতি পেয়েছিলেন মান্না দে নামেই।

তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সংগীতশিল্পীদের মধ্যে একজন। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি সহ অনেক ভাষায় তিনি ষাট বছরেরও বেশি সংগীতচর্চা করেছেন।

আরও পড়ুন-মান্না দের প্রয়াণ দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য

মান্না দে নিজের সংগীত জীবনে সাড়ে তিন হাজারেরও বেশি গান গেয়েছেন। সংগীত ভুবনে তার এ অসামান্য অবদানের জন্য ভারত সরকার ১৯৭১ সালে পদ্মশ্রী, ২০০৫ সালে পদ্মবিভূষণ এবং ২০০৯ সালে দাদাসাহেব ফালকে সম্মাননায় ভূষিত করে।

অন্যদিকে ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মান বঙ্গবিভূষণ দেয়।

২০১৩ সালের ২৪ অক্টোবর তিনি পরলোক গমন করেছিলেন। এদিন তাঁর প্রয়াণ দিবসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।

Latest article