জনসংযোগ দেখে রাতের ঘুম উড়েছে বিজেপির, সাফ জানালেন অভিষেক

Must read

জনসংযোগ দেখে রাতের ঘুম উড়েছে বিজেপির। তারা চায় এই যাত্রা বন্ধ করতে। নব জোয়ারে ভোটের হার হজম করতে পারেনি বিজেপি। সিবিআই তলবের নোটিশ পাওয়ার পর গেরুয়া শিবিরকে খোঁচা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। শুক্রবার দুপুরে সিবিআই তলবের নোটিশ পান অভিষেক। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে বাঁকুড়ায় ছিলেন তিনি। রোড শো, জনসভা ছিল তাঁর। সোনামুখীতে রোড শো সেরে তিনি কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন। তাঁকে সময় দেওয়া হয়নি বলেই জানিয়েছেন অভিষেক।

অভিষেক (Abhishek Banerjee) জানিয়েছেন, এই রোডশোর পর আজ তাঁর কয়েকটি ইভেন্ট ছিল। সেগুলিতে যোগ না দিয়ে তাঁকে কলকাতায় ফিরতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন টানা ৬০দিন তিনি কলকাতার বাইরে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে উত্তর থেকে দক্ষিণে ছুটে বেড়াবেন। তৃণমূলের এই কর্মসূচিতে মানুষের সমর্থন দেখে ভয় পেয়ে গিয়েছে বিজেপি। অভিষেক বলেন, “নবজোয়ারে ভোটের হার হজম করতে পারেনি বিজেপি।আজ দুপুর আড়াইটার দিকে আমি ফোন পেলাম যে সিবিআই আধিকারিকরা নোটিশ দিতে আমার বাসভবনে এসেছেন। তারা আমাকে সকালে কলকাতায় নিজাম প্যালেসে হাজির হতে বলেছে। তারা চায় এই নবজোয়ার বন্ধ হোক। বাঁকুড়ায় ঢোকার সাথে সাথেই আমাকে নোটিশ দেওয়া হলো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কলকাতা থেকে ফিরে আসার পর আমি দ্বিগুণ শক্তিতে আমার যাত্রা আবার শুরু করব।”

আরও পড়ুন: CBI তলব অভিষেককে: কর্মসূচি ছেড়ে ফিরছেন কলকাতায়, ভার্চুয়ালি সভা করবেন দলনেত্রী

Latest article