মানুষ যার সঙ্গে থাকে, তাকে কে হারাবে

উৎসব শেষে ফের শুরু হবে অধিকারের লড়াই

Must read

প্রতিবেদন : তাঁর সংসদীয় এলাকায় গত দুদিন ধরে পুজো উপহার দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবারও তার ব্যতিক্রম হয়নি৷ এদিন বিড়লা ফুটবল মাঠের বিশাল জমায়েতে একদিকে যেমন তাঁর সামাজিক কর্তব্য পালন করলেন একইসঙ্গে মনে করিয়ে দিলেন উৎসব শেষে ফের জোরালো আন্দোলনে নামবেন। মানুষের অধিকার ছিনিয়ে আনার লড়াই চালিয়ে যাবেন৷ এদিনের অনুষ্ঠান-মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে তুলোধনা করলেন অভিষেক। ২০১৪ সাল থেকে সাংসদ হিসাবে গত ৯ বছরে ডায়মন্ড হারবারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে অভিষেক বুঝিয়ে দিলেন, সাংসদ হিসাবে দলমত নির্বিশেষে উন্নয়নই তাঁর পাখির চোখ। আগামী দিনেও এই উন্নয়নকে হাতিয়ার করেই কুৎসা, অপপ্রচার বা ষড়যন্ত্রের জবাব দেবেন তিনি। অভিষেকের কথায়, গত ৯ বছরে গোটা ডায়মন্ড হারবার জুড়ে তিন হাজার কোটি টাকার কাজ হয়েছে। এর মধ্যে রাস্তা, জলকল-সহ একাধিক কাজ রয়েছে। তাঁর সংযোজন, এর আগে ৪০ বছর বামেরা এখানে ক্ষমতায় ছিল। কোনও উন্নয়ন করেনি। এখন একটি রাজনৈতিক দলের ইডি-সিবিআই-মিডিয়া— তাদের সব আছে। তারা সেসব দিয়ে ষড়যন্ত্র করেও কিছু করতে পারছে না। কারণ মানুষ তাদের সঙ্গে নেই। যাদের সঙ্গে মানুষ থাকে তাদের বিরুদ্ধে কিছু করা যায় না। তৃণমূলের সঙ্গে মানুষ আছে। আপনারা আছেন।

আরও পড়ুন- অর্থমন্ত্রী, একটু শুনুন আদানিদের কাহিনি

এদিন বজবজের বিধায়ক অশোক দেবের ভুয়সী প্রশংসা করেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর কথায়, ২০১৪ সালে যখন আমি ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করতে আসি তখন এই অশোকদা হাতে ধরে এলাকা চিনিয়েছেন। এখনও এই বয়সে যেভাবে দৌড়ে বেড়ান তা শিক্ষণীয়। অভিষেক বলেন, ৫৫৫ কোটি টাকা খরচ করে ডোঙরিয়া-২ জল-প্রকল্পের কাজ চলছে। এই কাজ শেষ হলে বজবজ ১ ও ২-এর সব বাড়িতে নলবাহিত জল পৌঁছে যাবে। শুধু বজবজ বিধানসভায় ৬০০ কোটি টাকা খরচ করে রাস্তা তৈরি হয়েছে গত ৯ বছরে। ৫০ কোটি টাকা খরচ করে পুজালি পুরসভার স্লুইসগেটের কাজ চলছে। এদিন আবারও বাংলার ১০০ দিনের কাজের টাকা বকেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্গোৎসবের পরে আবারও লড়াই হবে। বাংলার মানুষ কোনও বহিরাগত নেতার কাছে মাথা নত করেনি, করবে না। ২০১৪-র লোকসভা নির্বাচনের কথা উল্লেখ করে অভিষেকের স্মৃতিচারণ, বজবজে সেবার ৭১০০ ভোটে জিতেছিলাম আমি। ২০১৯-এ সেই ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫৬ হাজারে। ২০২৪-এ নিশ্চিতভাবে তা আরও বাড়বে।

Latest article