আজ, বৃহস্পতিবার পঞ্চমী (Panchami)। এই বছরের জনসংযোগ কর্মসূচি একটু অন্যরকম পন্থায় শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের হাতে ‘পুজোর উপহার’ তুলে দিচ্ছেন তিনি। আজ সাতগাছিয়ায় জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত হয়ে মানুষের হাতে উপহার তুলে দিয়েছেন তিনি।
আরও পড়ুন-চোটে মরশুম শেষ নেইমারের
এদিন মঞ্চ থেকে অভিষেক বলেন, ‘আপনাদের আর্শীবাদ চাই, যাতে দিল্লির বুকে লড়াই দ্বিগুণ করতে পারি। এত চেষ্টা করেও মোদী সরকার আমার মেরদণ্ড বাঁকাতে পারেনি। ইডি-সিবিআই লাগিয়েছিল, পারিনি। আত্মসমপর্ণ করিনি, করবও না। বাংলায় হেরেছে বলে গায়ে এত জ্বালা! বাংলা খাবে না, তাও ঠিক আছে। কিন্তু মাথা নত করবে না। ইডি-সিবিআই লাগিয়ে জব্দ করতে চাইছে। ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না। দল তত শক্তিশালী হবে’।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পই পর্যটকদের আকর্ষণ
এদিন অভিষেক প্রশ্ন করেন, ‘এই কেন্দ্রের বিধায়ক ছিলেন জ্যোতি বসু। ২৪ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। কী কাজ করেছেন আপনাদের জন্য? পঞ্চায়েত নির্বাচন আটকাতে বিরোধীরা কোর্টে গিয়েছিল। ভারতবর্ষের নজিরবিহীন, বিরোধীরা দেড় লক্ষ মনোনয়ন জমা দিয়েছিল। তারপরেও ৮০ শতাংশ আসনে জিতেছে তৃণমূল’।
আরও পড়ুন-চিকিৎসককে পুনর্বহালে বাধ্য হল বিশ্বভারতী
এদিন স্পষ্ট করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘অনেক চেষ্টা করেও নরেন্দ্র মোদির সরকার আমার মেরুদণ্ড কিনতে পারেনি। আমি আত্মসমর্পণ করিনি। যেভাবে কেন্দ্রীয় এজেন্সি, বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে আমাকে আক্রমণ করেছে, বাংলার মানুষ সবই দেখেছেন। কিন্তু আজও আমার মেরুদণ্ড সোজা। ওদের কাছে মাথা নত করিনি। জীবন দিতে হলে বাংলার জন্য দেব, দেশের জন্য দেব। আত্মসমর্পণ বা মেরুদণ্ড বিক্রি অভিষেক বন্দ্যোপাধ্যায় করবে না।’