চোটে মরশুম শেষ নেইমারের

উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন। তখনই বোঝা গিয়েছিল নেইমার দ্য সিলভার চোট গুরুতর

Must read

রিও ডি জেনেইরো, ১৯ অক্টোবর : উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন। তখনই বোঝা গিয়েছিল নেইমার দ্য সিলভার চোট গুরুতর। ডাক্তারি পরীক্ষার পর জানা গিয়েছে, নেইমারের হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছে। অস্ত্রোপচার করাতে হবে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে ৭ থেকে ৮ মাস সময় লাগবে। ফলে চলতি মরশুমে আর মাঠে নামা সম্ভব হচ্ছে না ব্রাজিলীয় তারকার। এমনকী, আগামী বছরের কোপা আমেরিকায় নেইমারের খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা রয়েছে। কারণ কোপা আমেরিকা শুরু হবে ২০ জুন। ঠিক ৮ মাস পর।

আরও পড়ুন-পুতুলের দেশে দুর্গার আরাধনা

হাঁটুর স্ক্যান রিপোর্ট জানার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন নেইমারও। ৩১ বছর বয়সি ব্রাজিলীয় তারকা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অত্যন্ত বেদনার মুহূর্ত। জানি, আবার শক্তিশালী হয়ে ফিরব। কিন্তু এই কঠিন সময়ে পরিবার ও বন্ধুদের পাশে চাইছি। চোট ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়া সহজ ব্যাপার নয়। তাও আবার সেরে ওঠার চার মাসের মধ্যে ফের অস্ত্রোপচার করাতে হচ্ছে। সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিচ্ছি।

Latest article