পুতুলের দেশে দুর্গার আরাধনা

বর্ধমানের কাটোয়ায় শিল্পীরা যে ধরনের কাঠের পুতুল তৈরি করেন নানা আকারের সেই পুতুল দিয়ে গড়ে উঠেছে গোটা মণ্ডপটি।

Must read

সংবাদদাতা, কোচবিহার : নানা রংয়ের, নানারকম পুতুল। তাদের মাঝেই রয়েছেন মা দুর্গা। কোচবিহারের যুবতীর্থ ক্লাব পাঠাগারের ৫৪ তম বর্ষের পুজোয় অন্যতম আকর্ষণ পুতুলের দেশ। বর্ধমানের কাটোয়ায় শিল্পীরা যে ধরনের কাঠের পুতুল তৈরি করেন নানা আকারের সেই পুতুল দিয়ে গড়ে উঠেছে গোটা মণ্ডপটি।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পই পর্যটকদের আকর্ষণ

তৃতীয়ার রাতে এই পুজোর উদ্বোধনের পর থেকে ভক্তদের ঢল নেমেছে৷ প্রতি বছরই যুবতীর্থ ক্লাব ও পাঠাগার নতুন ধরনের পুজোর ভাবনা নিয়ে সামাজিক বার্তা দেয়। এ বছরও হারিয়ে যাওয়া শিল্পকে তুলে ধরতে অভিনব ভাবে যে মণ্ডপ তৈরি হয়েছে তা দর্শনার্থীদের নজর কাড়ছে। কাটোয়ার শিল্পীদের তৈরি পুতুল ছাড়াও এই মণ্ডপে রয়েছে হারিয়ে যাওয়া তাঁত শিল্পের নানা সূক্ষ্ম কারুকার্য। ব্যবহার করা হয়েছে তুলো গামছা-সহ নানা ধরনের পট ছবি। গ্রামবাংলার নানা শিল্প ফুটে উঠেছে গোটা মণ্ডপে। পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় হবে এই পুজোয় এমনই আশাবাদী পুজো উদ্যোক্তারা। যুবতীর্থ ক্লাব পাঠাগারের সভাপতি সমীরকুমার দেব জানান, তাঁদের মণ্ডপে এবারের থিম পুতুলের দেশ৷

Latest article