খুব তাড়াতাড়ি সবরকম জট খুলে SSC-র শূন্যপদে নিয়োগ চাইছে রাজ্য। মোট ১৪৯১৬ পদ তৈরী করা হয়েছে। এই উদ্যোগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) ধন্যবাদ জানিয়ে টুইট করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। মঙ্গলবার, রাতে নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘রাজ্যের কল্যাণে সবসময় অঙ্গীকারবদ্ধ এবং তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমাদের মাননীয় চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
আরও পড়ুন-আমি দৃষ্টান্ত রাখতে চেয়েছিলাম
এই মর্মে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ‘এসএসসির শূন্য ১৪০০০ পদে নিয়োগ শুরু হবে। হাইকোর্টের সিদ্ধান্তের অপেক্ষায়। সব যোগ্য প্রার্থী তাঁদের প্রাপ্য পাবেন!’
শিক্ষক নিয়োগে রাজ্যের প্রস্তুতির রিপোর্ট আদালতে পেশের আগে মঙ্গলবার, সাংবাদিক বৈঠক করে জানান শিক্ষামন্ত্রী। আদালতের কাছে দুটি প্রস্তাব দিয়ে SSC-র পিটিশন দাখিল করেছে। এখন বল আদালতের কোর্টে।
আরও পড়ুন-ইতিহাস তৈরি করে সুপ্রিম কোর্টে শুরু হল লাইভ স্ট্রিমিং
ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না কারও চাকরি চলে যাক। এও চান না যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হোক। তাই নতুন করে পদ তৈরি করে দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। এরপরই রাজ্যের উন্নয়নে এবং কর্মসংস্থানে মুখ্যমন্ত্রীর উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে টুইট করেন অভিষেক।
I want to wholeheartedly thank our Hon’ble Chairperson @MamataOfficial for always being committed & prioritising the state’s welfare.
Edu Min @basu_bratya stated that SSC to start recruitments in 14,000 posts, pending HC’s decision.
All deserving candidates will get their due!
— Abhishek Banerjee (@abhishekaitc) September 27, 2022