কাল দেখা হবে: ‘জনগর্জন সভা’র প্রস্তুতি দেখে বার্তা অভিষেকের

Must read

আগামিকাল, রবিবার ব্রিগেডে ঐতিহাসিক তৃণমূলের ‘জনগর্জন’ সভা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার আগেরদিন শনিবার, বিকেল সাড়ে চারটে নাগাদ সভার প্রস্তুতি খতিয়ে দেখতে ব্রিগেডে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। খানিকক্ষণ সভার মূল মঞ্চের খুঁটিনাটি খতিয়ে দেখেন। ঘুরে দেখেন অন্যান্য মঞ্চও। একসময় মাইক হাতে তুলে নেন। দেন “জয় বাংলা” স্লোগান। নেতা-কর্মীদের বলেন (Abhishek Banerjee), “আগামিকাল দেখা হবে।“ দলের সেনাপতির ভোকাল টনিকে আরও উজ্জীবিত কর্মীরা।

আরও পড়ুন- রাস্তায় নামাজ পড়ায় শাহের মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের লাথি, তীব্র নিন্দা বিরোধীদের

লোকসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতিতে রবিবার ব্রিগেডে ‘জনগর্জন সভা’। এই ব্রিগেড সমাবেশ ঐতিহাসিক হবে বলে আশা তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আওয়াজের টর্নেডো তুলতে জনসভা ও ভিডিও বার্তায় সবাইকে আহ্বান জানিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমাবেশে যোগ দিতে আহ্বান জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকও। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। তাঁদের থাকার জন্য যেসব জায়গা করা হয়েছে, সেই জায়গাগুলি ঘুরে দেখছেন অভিষেক। ব্রিগেডের সভামঞ্চও আগে দেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন ফের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন। হাতে তুলে নেন মাইক। “জয় বাংলা” স্লোগান দেন। নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আগামিকাল দেখা হবে। তাঁকে দেখেই প্রস্তুতিতে ব্যস্ত কর্মীরা আপ্লুত হয়ে পড়েন। হাত নেড়ে স্বাগত জানান। অভিষেকও পাল্টা হাত নাড়েন। ব্রিগেডের সভামঞ্চও তৈরি হচ্ছে বিশেষভাবে। বিশাল ব়্যাম্প হয়েছে। সেই ব়্যাম্প ধরে একেবারে জনগণের মধ্যে পৌঁছে যেতে পারবেন নেতা-নেত্রীরা। এখন রবিবারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেকের বার্তায় অপেক্ষায় তৃণমূলের কর্মী-সমর্থকরা।

Latest article